রাজধানীর শাহবাগ থানায় করা শিক্ষার্থী মানিক হত্যা মামলায় আইসিটি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (০৯ ডিসেম্বর) সকালে তাকে ঢাকার সিএমএম আদালত আনা হলে সাত দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামির শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবীরা। পরে তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ড আদেশ দেন বিচারক।
একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে ২ দিনের রিমান্ড আদেশ দেয়া হয়।
এছাড়া ঢাকার বিভিন্ন থানায় করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান এবং গাজীপুরের সাবেক মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী দলীয় মন্ত্রী ও এমপি এবং নেতাকর্মীদের নামে একের পর মামলা দেয়া হচ্ছে। বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং নেতাকর্মীরা রিমান্ডেও রয়েছেন দীর্ঘদিনব্যাপী।
thebgbd.com/NIT