নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া অভিবাসীদের সন্তানদের ‘জন্মগত নাগরিকত্ব’ পাওয়ার বিষয়টি বন্ধ করে দিতে পতিজ্ঞাবদ্ধ। তবে নথিবিহীন অবস্থায় যুক্তরাষ্ট্রে আগত শিশুদের ‘সাহায্যে’র বিষয়ে তিনি ডেমোক্র্যাটদের নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
রিপাবলিকান নেতা আরও বলেছেন, আগামী মাসে তিনি দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ২০২১ ইউএস ক্যাপিটাল দাঙ্গায় জড়িতদের ক্ষমা ঘোষণা করবেন। নভেম্বরের নির্বাচনে জয়লাভের পর এনবিসি-এর মিট দ্য প্রেস অনুষ্ঠানে তার প্রথম সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই লোকগুলো স্রেফ নরকে বসবাস করছে।’
শুক্রবার (৬ ডিসেম্বর) রেকর্ড হওয়া এই ঘন্টাব্যাপি বিস্তৃত সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেছেন ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর তিনি ‘অনেক’ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং নির্বাহি ‘আদেশ’ জারি করবেন যার মধ্যে প্রাধান্য পাবে অভিবাসী, জ্বালানি এবং অবশ্যই অর্থনীতি।
ট্রাম্প জানান, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে বিচার বিভাগীয় কোনও ধরনের তদন্তের সম্ভাবনা আপাতত নেই, তবে তার কয়েকজন রাজনৈতিক সঙ্গী এবং ক্যাপিটাল দাঙ্গার তদন্তকারী আইনপ্রণেতাদের জেলে যাওয়া উচিৎ।
ক্যাপিটাল দাঙ্গায় অভিযুক্ত হয়ে কারাগারে থাকা শতাধিক ব্যক্তিতে ক্ষমা করা হবে কী না, এমন প্রশ্নে উত্তরে ট্রাম্প বলেন, আমরা মামলাগুলোর দিকে নজর দেবো অবশ্যই এবং খুবই দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করবো। প্রথম দিনই।
অভিবাসী এবং অভিবাসন নিয়ে এনবিসিকে ট্রাম্প বলেন, অভিবাসী মা-বাবার সন্তানদের ‘জন্মগত নাগরিকত্বের’ অবসান ঘটাতে তিনি তার নির্বাহি আদেশ প্রয়োগ করবেন। যাদের পিতামাতা ভিন্ন দেশে জন্ম নিয়েছে, তারা জন্মসূত্রে মার্কিন পাসপোর্টের অধিকারী হতে পারে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনীতে (৯ জুলাই, ১৮৬৮) বলা হয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা সব ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক’। ট্রাম্প বলেন, ‘আমাদের এটি পরিবর্তন করতে হবে, হয়তো এরজন্য আমাদের জনগণের কাছে ফিরে যেতে হবে। কিন্তু আমাদের এটি শেষ করতে হবে।’
ট্রাম্প তার নির্বাচনি ওয়াদা মনে করিয়ে দিয়ে জানান, মার্কিন নাগরিক আত্মীয় বা পরিবারের সদস্যসহ নথিবিহীন অভিবাসীদের ফেরত পাঠাতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, ‘পরিবার ভাঙা উচিৎ নয়। আমি তা করতে চাই না। তাই সহজ কাজ হলো, তারা একসঙ্গেই থাকবে এবং একসঙ্গেই ফেরত যাবে।’
ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎকারটি স্থানীয় সময় রোববার রাতে প্রচার হওয়ার কথা।
সূত্র: এনবিসি, বিবিসি
এসজেড