বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে ট্রাভিস হেড ও মোহাম্মদ সিরাজের মধ্যে বিতর্ক হয়। যার কারণে দুইজনকেই শাস্তি দিয়েছে আইসিসি।
অ্যাডিলেট টেস্টে সিরাজ ও হেডের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সিরাজকে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। তার পাশাপাশি দুইজনকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে হেডকে বোল্ড করার পর দুজন তর্কে জড়ান। আউট হয়ে কিছু একটা বলেছিলেন হেড, জবাবে অগ্নিশর্মা হয়ে যান ভারতীয় পেসার। তিনিও পাল্টা জবাবে হেডকে মাঠ থেকে বের হয়ে যাওয়ার ইঙ্গিত করেন, পাশাপাশি মুখেও কিছু বলতে দেখা যায় তাকে।
হেড এবং সিরাজ এমন ঘটনায় জড়ানোর কারণে এই দুই ক্রিকেটারকেই শাস্তি দিয়েছে আইসিসি। আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট পার্সোনেলের আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় সিরাজকে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আর আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার বা ম্যাচ রেফারির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.১৩ ধারা ভঙ্গের দায়ে হেডকেও শাস্তি দেয়া হয়েছে।
হেড ও সিরাজ দুইজনই একটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। গত ২৪ মাসের মধ্যে এটিই তাদের প্রথম ডিমেরিট পয়েন্ট।
thebgbd.com/NIT