বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সদস্যকে মারা হয়নি। এরাই এখন আমাদের ওপর আক্রমণ করছে।
আজ সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
হাসনাত বলেন, আমাদের ওপর আক্রমণগুলোকে কমপ্লিট ফেইলিউর অব ইন্টেলিজেন্স মনে করি। আর তাদেরকে ধরার মতো কোনো কার্যক্রম চোখে পড়েনি। আইন শৃঙ্খলাবাহিনী যদি দায়িত্ব পালন না করে তবে তাদেরকে পরিবর্তন করতেও দ্বিধাবোধ করবো না।
তিনি আরও বলেন, ভারত এখন জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে। ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি মনে করি। ভারত যদি তাদেরকে সহয়তা করে তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ হবে কিনা, তা বুঝে নেয়ার সময় এসেছে।
যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি তারাই মাইনরিটি দাবি করে এ ছাত্রনেতা বলেন, মাইনরিটি কার্ড নিয়ে যদি সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার কথা ভাবেন তাহলে ভুল ভাবছেন।
এ সময় তিনি আরও বলেন, হাসিনা ছিল ভারতের বেতনভুক্ত কর্মচারী। ভারতের যে নির্দেশ পেত সেভাবেই এদেশে সব ক্ষেত্রকে ধ্বংস করেছে তিনি।
thebgbd.com/NA