ঢাকা | বঙ্গাব্দ

ফ্যাক্ট চেক: শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণের দাবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দাবি করা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কপালে তিলক পরে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন।
  • অনলাইন ডেস্ক | ১০ ডিসেম্বর, ২০২৪
ফ্যাক্ট চেক: শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণের দাবি সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দাবি করা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কপালে তিলক পরে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তবে যুক্তরাজ্যভিত্তিক ভারতীয় ফ্যাক্ট-চেকিং সংস্থা লজিক্যালি ফ্যাক্টস এই দাবিটিকে মিথ্যা বলে প্রমাণ করেছে।


ছবিতে কী দেখা যাচ্ছে?

ভাইরাল ছবিতে শেখ হাসিনাকে একদল লোকের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার কপালে একটি তিলক পরানোর দৃশ্য দিয়ে দাবি করা হচ্ছে, তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। সামাজিক মাধ্যমে এই দাবি ব্যাপকভাবে শেয়ার হয়েছে।


অনুসন্ধানে যা পাওয়া গেছে:

১. মূল ছবির প্রকৃত উৎস

রিভার্স ইমেজ অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, ছবিটি এডিট করা হয়েছে। এর মূল ছবি ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। ওই সময় তিনি কেরালার শিবগিরি মঠ পরিদর্শন করেছিলেন। সেখানে এক হিন্দু পুরোহিত তার কপালে তিলক এঁকে দেন।


এই ছবি ভারতীয় বার্তা সংস্থা এএনআই এবং কংগ্রেস দলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল। ভাইরাল ছবিটি সম্পাদনার মাধ্যমে রাহুল গান্ধীর স্থলে শেখ হাসিনার ছবি বসানো হয়েছে।


২. শেখ হাসিনার ছবির উৎস

ভাইরাল ছবিতে ব্যবহৃত শেখ হাসিনার মুখের ছবিটি ২০১৯ সালের অক্টোবর মাসের। এটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় তোলা হয়েছিল এবং ফরাসি বার্তা সংস্থা এএফপি এটি প্রকাশ করেছিল।


৩. এডিটিংয়ের প্রমাণ

ছবিটি বিশ্লেষণ করে দেখা গেছে, রাহুল গান্ধীর কপালে তিলক দেওয়ার আসল দৃশ্য অপরিবর্তিত রেখে তার মুখের স্থলে শেখ হাসিনার মুখ বসানো হয়েছে।


চূড়ান্ত মূল্যায়ন

এই বিশ্লেষণ নিশ্চিত করে যে, শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। ছবিটি উদ্দেশ্যমূলকভাবে সম্পাদিত হয়েছে। মূল ছবিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ছিলেন, যা বিভ্রান্তিকর প্রচারের জন্য বিকৃত করা হয়েছে।


thebgbd.com/NIT