ইউক্রেনের দোনেৎস্কে একটি কুখ্যাত কারাগারের সাবেক কর্তাব্যাক্তি এক গাড়ি বিস্ফোরণে নিহত হয়েছেন। এই হামলাটিকে রুশ-অধিকৃত অঞ্চলগুলোতে ক্রেমলিনপন্থী ব্যক্তিদের উপর ধারাবাহিক আক্রমণের সর্বশেষ উদাহরণ বলা যেতে পারে। ইউক্রেনের মিডিয়া বলেছে, নিজস্ব গাড়ির নিচে বসানো বিস্ফোরকে নিহত হয়েছেন ৪৯ বছর বয়সী সের্গেই ইয়েভসিউকভ। আরেকটি সংস্থা জানিয়েছে, বোমাটি প্রায় ১০০ গ্রাম টিএনটির সমান ভয়াবহ ছিল।
দোনেৎস্কের ওলেনিভকা কারাগারের প্রধান হিসেবে কাজ করেছেন ইয়েভসিউকভ। ২০২২ সালের জুলাইয়ে এক ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে কয়েক ডজন ইউক্রেনীয় যুদ্ধবন্দী মারা যায়। রাশিয়া ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করলেও ইউক্রেন জানায় রাশিয়া সেখানে সংঘটিত নির্যাতন ও অন্যান্য যুদ্ধাপরাধের প্রমাণ নষ্ট করতে কারাগারে নিজেরাই হামলা করেছে।
সোমবার এক বিবৃতিতে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শহরের মধ্যকেন্দ্রের কাছে ঘটা এই হামলার তদন্ত শুরু করেছে। হামলায় আরও দুজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন বলেও বিবৃতিতে বলা হয়। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ইউক্রেনীয় ব্লগারদের ব্লগ থেকে জানা গেছে, হামলায় ইয়েভসিউকভের স্ত্রীও আহত হয়েছেন, তিনি একটি পা হারিয়েছেন এবং গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রুশ তদন্ত কমিটি বলেছে, ‘ঘটনাস্থলের বিস্তারিত পরীক্ষা ও বিশ্লেষণ করা হচ্ছে। তথ্য উপাত্য যাচাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে।’
ইয়েভসিউকভের এই হত্যাকাণ্ডকে রাশিয়া ও রুশ অধিকৃত ভূখণ্ডে রুশ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং ক্রেমলিনপন্থীদের উপর ইউক্রেনের হামলার সর্বশেষ উদাহরণ হিসাবে দেখা হচ্ছে। নভেম্বরে, ক্রিমিয়ায় এক হামলায় নিহত হন উচ্চ পদস্থ নৌ কর্মকর্তা ভ্যালেরি ট্রানকোভস্কি। ইউক্রেন কর্তৃপক্ষ তাকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে। বার্তা সংস্থা এএফপি বার্তা সংস্থা তখনই জানায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থায় থাকা তাদের সূত্র নিশ্চিত করেছে সেই হত্যাকাণ্ড ইউক্রেনের গোয়েন্দারা ঘটিয়েছে।
অক্টোবরে রুশ অধিকৃত ঝাপোরিঝ্ঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক কর্মকর্তা গাড়ি বোমা হামলায় নিহত হওয়ার পর ইউক্রেন হামলার দায় স্বীকার করে। এর আগে এপ্রিলে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ নিয়ন্ত্রিত লুহানস্কে আরেকটি গাড়ি বোমায় নিহত হন মস্কো-নিযুক্ত এক সরকারী কর্মকর্তা।
সূত্র: বিবিসি
এসজেড