নিখোঁজের চার দিন পর নিজ কারখানার মাটির নিচে মিলল মালিক আলমের লাশ। রাজধানীর কামরাঙ্গীর চড়ে ঘটেছে এমন ঘটনা।
গত বৃহস্পতিবার নিখোঁজ হন স্কিন প্রিন্ট কারখানার মালিক আলম। খোঁজাখুঁজির পর না পেলে কামরাঙ্গীরচর থানা পুলিশের শরণাপন্ন হয় পরিবার। পরে কারখানার কর্মচারীদের জিজ্ঞাসাবাদে খোঁজ মেলে আলমের। উদ্ধার করা হয় তার লাশ।
স্থানীয়রা বলছেন, কারখানার ভেতরেই জুয়া খেলছিলেন কর্মচারীরা। তাতে বাধা দিলে আলমকে আঘাত করে তারই কারখানার কর্মচারীরা। ঘটনাস্থলে আলমের মৃত্যু হয়। পরে কারখানার ভেতরেই গর্ত খুঁড়ে মাটিচাপা দেয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
thebgbd.com/NA