মুম্বাইয়ের কুরলায় এক ভয়াবহ বাস দুর্ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৪৯ জন। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা, এমনটাই আশঙ্কা করছে স্থানীয় প্রশাসনের। তবে বাসচালকের ভুলসহ বাস দুর্ঘটনার নেপথ্যে কারণ খুঁজে চলেছেন তদন্তকারীরা। এরইমধ্যে প্রত্যেক নিহতের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকার।
সোমবার রাত পৌনে ১০টা নাগাদ মুম্বাইয়ে কুরলা এলাকায় যাত্রিবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০-৪০টি গাড়িতে ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায়। তার পর একটি আবাসিক ভবনের মূল দরজায় ধাক্কা মারে। এই দুর্ঘটনায় প্রথমে চার পথচারীর মৃত্যুর খবর পাওয়া যায়। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহতের সংখ্যা সাত।
প্রাথমিক ভাবে জানা গেছে, মহারাষ্ট্র সরকারের অধীনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা বৃহন্মুম্বাই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট আন্ডারটেকিং (বেস্ট)-এর বাসটি যাত্রী নিয়ে কুরলা স্টেশন থেকে আন্ধেরির উদ্দেশে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বাসটির গতি বাড়তে থাকে। গতি কমানোর জন্য চিৎকার করতে থাকেন যাত্রীরা। তার পরেই ঘটে যায় দুর্ঘটনা।
এই প্রসঙ্গে মহারাষ্ট্রের অন্যতম ডেপুটি পুলিশ কমিশনার গণেশ গাওড়ে সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘কুরলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিছু গাড়িতে ধাক্কা মেরেছে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত চলছে।’
সোমবার রাতেই বাসচালক সঞ্জয় মোরেকে গ্রেপ্তার করে পুলিশ। চালকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বাস চালানোর সময় তিনি নেশাগ্রস্থ ছিলেন কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞেরা। সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন তারা। তদন্তের পরে কী কারণে দুর্ঘটনা, তা বোঝা যাবে বলে মনে করা হচ্ছে। বাসটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: এএনআই
এসজেড