ঢাকা | বঙ্গাব্দ

ওয়াকফ বোর্ড: মুসলিমদের পাশে দাঁড়ানো উচিৎ খ্রিস্টান নেতাদের

একাধিক বিরোধী সাংসদ ওয়াকফ সংশোধনী বিলের কিছু সুপারিশের প্রতি তীব্র আপত্তি জানিয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ১০ ডিসেম্বর, ২০২৪
ওয়াকফ বোর্ড: মুসলিমদের পাশে দাঁড়ানো উচিৎ খ্রিস্টান নেতাদের ওয়াকফ বোর্ড

ওয়াকফ সংশোধনী বিলের প্রশ্নে ভারতীয় খ্রিস্টধর্মাবলম্বীদের দেশটির মুসলিমদের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করলেন ভারতের খ্রিস্টান সংসদ সদস্যরা। রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ক্যাথলিক বিশপদের এক সম্মেলনে দেশটির খ্রিস্টান সাংসদেরা বলেন, এ ক্ষেত্রে খ্রিস্টানদের নীতিগত ভাবে এই অবস্থান নেওয়া উচিত। কারণ, এই বিল সংবিধানে বর্ণিত সংখ্যালঘুদের অধিকারে আঘাত আনছে।


এই সম্মেলনে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন, কংগ্রেস সাংসদ হিবি ইডেন, ডিন কুরিয়াকোস, আন্তো অ্যান্টনি, সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস প্রমুখেরা বৈঠকে অংশ নেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ানও পরে বৈঠকে যোগ দেন।


সংখ্যালঘুদের বিরুদ্ধে বিশেষত খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রমবর্ধমান আক্রমণ, হুমকি এবং খ্রিস্টান প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’-এর (এফসিআরএ) অপব্যবহার, নিজেদের অধিকারের সুরক্ষায় খ্রিস্টান সাংসদদের ভূমিকা কী হবে, তা-ই ঠিক করাই ছিল এই আলোচনার লক্ষ্য। একাধিক বিরোধী সাংসদ ওয়াকফ সংশোধনী বিলের কিছু সুপারিশের প্রতি তীব্র আপত্তি জানিয়েছেন। যা এখন যৌথ সংসদীয় কমিটির বিবেচনাধীন।


বৈঠকে উপস্থিত কেরালার এক সাংসদ ভারতের একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, লোকসভা এবং দশ রাজ্যের বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের (খ্রিস্টানদের) আসন বাতিল করার বিষয়টিও বৈঠকে ওঠে। সাম্প্রতিক সময়ে কিছু কিছু খ্রিস্টান প্রতিষ্ঠানকে মূল লক্ষ্য করে ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ (এফসিআরএ) লাইসেন্স বাতিল করা হচ্ছে, সে বিষয়েও আলোচনা হয়েছে।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া


এসজেড