১৯২৭ সাল থেকে, টাইম ম্যাগাজিন এমন একজন ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান বা ধারণা বিশেষ ভাবে চিহ্নিত করেছে যা বিগত ১২ মাসে বিশ্বে সবচেয়ে বেশি ভাল বা খারাপ প্রভাব ফেলেছে। যেমন ২০২৩ সালে, ‘টাইম’ পপ সুপারস্টার টেইলর সুইফটকে বর্ষসেরা ব্যক্তি হিসেবে নির্বাচিত করে। এর আগে ২০২২ সালে নির্বাচিত হন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি, ২০২১ সালে টেক টাইটান ইলন মাস্ক, ২০১৪ সালে ইবোলা যোদ্ধা এবং ২০০৮ ও ২০১২ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার (১০ ডিসম্বর) সকালে এনবিসি চ্যানেলের ‘টুডে শো’তে প্রকাশিত হয় চলতি বছরের শর্টলিস্টে স্থান পাওয়া টাইম-এর বার্ষিক উপাধির জন্য বিবেচনাধীন দশ প্রার্থীর নাম।
কমলা হ্যারিস
২১শে জুলাই রাত, প্রেসিডেন্ট জো বাইডেন হঠাৎই ঘোষণা করেন, তিনি তার নির্বাচনি প্রচারণা শেষ করছেন এবং ডেমোক্র্যাটিক মনোনয়নের জন্য ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করছেন। তার পরবর্তী ১০৭ দিন, যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অবলোকন করে একটি অসাধারণ নির্বাচনি প্রচারাভিযান যার মাধ্যমে কমলা হ্যারিস দেশটির প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার পথে অনেকটাই এগিয়ে যান এবং অনেকেই তা বিশ্বাস করতেও শুরু করেন। কমলার প্রচারাভিযানের কেন্দ্রে ছিল নারীদের প্রজনন অধিকার, মার্কিন সুপ্রিম কোর্টে রো বনাম ওয়েডের ফয়সালা উল্টে দেওয়ার সিদ্ধান্তে ভূমিকার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে দায়ি করে তুলোধুনো করেছেন এবেং বারবার বলেছেন ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি। কিন্তু শেষ পর্যন্ত তিনি ৫ নভেম্বরের ‘দৌড়ে’ ট্রাম্পের কাছে হেরে যান। অবশ্য কমলা হ্যারিস, জো বাইডেনের সঙ্গে যৌথভাবে ২০২০-এ বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছেন - ওই বছর এই জুটি ট্রাম্প এবং প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে পরাজিত করে নির্বাচনে জয়লাভ করেন।
কেট মিডলটন
প্রিন্সেস অব ওয়েলস এই বছর হঠাৎ করেই আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনাম হয়েছেন জনসাধারণের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। জানুয়ারিতে, কেট মিডলটন ‘বেশ আগেই নির্ধারিত পেটের অস্ত্রোপচারের’ জন্য দুই সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি হন এবং কেনসিংটন প্যালেস জানায় তিনি ইস্টার পর্যন্ত জনসাধারণের ‘দৃষ্টির বাইরে’ থাকবেন। মার্চের মধ্যে কেট কোথায় আছেন, কেমন আছেন-সংক্রান্ত একাধিক ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ঘুরতে থাকে বিভিন্ন মিডিয়া এবং জনসাধারণের মুখে মুখে। ফলে রাজ পরিবা এসব গসিব এবং গুজবকে থামাতে বাধ্য হয় স্বীকার করতে কেট ক্যান্সারে আক্রান্ত। সেপ্টেম্বরে কেট জানান, তার কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। কেট মিডলটন এর আগে ২০১৩ সালে সবচেয়ে প্রভাবশালী ‘টাইম ১০০’ তালিকায় ছিলেন এবং ২০১১ সালে বর্ষসেরা ব্যক্তির রানার্সআপ হন।
ইলন মাস্ক
দীর্ঘদিন ধরেই ইলন মাস্ক একজন উদ্ভাবনী পাওয়ারহাউজ। অনলাইন পেমেন্ট, বৈদ্যুতিক যানবাহন থেকে বাণিজ্যিকভাবে মহাশূন্যে সফর, টেসলার সিইও যে শিল্পেই হাত দিয়েছেন তা উড়িয়ে দিয়েছেন। আর ২০২২ সালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারকে কিনে নিয়ে নতুন নামকরণ করেন ‘এক্স’। ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক ২০২৪ সালে প্রবেশ করেন রাজনীতিতে। তিনি ট্রাম্পকে সমর্থন করেন, সমাবেশগুলোতে উপস্থিত হতে থাকেন, এক্স-এ ট্রাম্পপন্থী বিষয়বস্তু প্রচার করেন এবং ট্রাম্পকে তার নির্বাচনি এজেন্ডা তৈরি করতে সহায়তা করেছিন। ট্রাম্পের বিজয়ের পরে, মাস্কের ক্ষমতা কেবল বেড়েছে। ২০২১ সালে অবশ্য তিনি টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ হয়েছেন।
ইউলিয়া নাভালনায়া
রুশ অর্থনীতিবিদ ইউলিয়া নাভালনায়া এই বছর স্পটলাইটে চলে আসেন যখন তার স্বামী এবং রাশিয়ার নেতৃস্থানীয় ভিন্নমতাবলম্বী নেতা আলেক্সি নাভালনি ফেব্রুয়ারিতে মারা যান। কারাগারে তার স্বামীর মৃত্যুর পরে ইউলিয়া ঘোষণা করেন, তিনি তার স্বামীর ‘ফেলে যাওয়া কাজ’ চালিয়ে যাবেন। তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে তার স্বামীকে হত্যার জন্য সরাসরি অভিযুক্ত করেছেন এবং জো বাইডেনসহ বিশ্ব নেতাদের সঙ্গে দেখা করেছেন। রাশিয়ার বিরোধী দলের ‘ফার্স্ট লেডি’খ্যাত ইউলিয়া নাভালনায়া ২০২৪ সালের টাইমের ১০০ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও স্থান পেয়েছেন।
বেঞ্জামিন নেতানিয়াহু
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বছর বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং বিতর্কিত নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। হামাসের বিরুদ্ধে তার যুদ্ধের সমালোচনাকে সম্পূর্ণ অস্বীকার করে, নেতানিয়াহু এই বছর গাজা উপত্যকায় তার সামরিক হামলা অব্যাহত রেখেছেন, এমনকি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৪৪,৭৫৮ এ পৌঁছেছে। সেপ্টেম্বরে, নেতানিয়াহু তার সেই যুদ্ধ সম্প্রসারিত করেন লেবাননে। নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নেতানিয়াহু এর আগে ২০১৯ সালে সেরা ১০০ তালিকায় স্থান পেয়েছেন।
জেরোম পাওয়েল
জেরোম পাওয়েল ২০১৮ সাল থেকে মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান, ট্রাম্প এবং বাইডেন উভয় প্রশাসনের অধীনে কাজ করছেন। চেয়ারম্যান হিসাবে, তিনি অর্থনীতি নামক জাহাজটি শক্ত হাতে পরিচালনা করছেন, যা ভোটাররা এ বছরের নির্বাচনের প্রধান ইস্যু হিসাবে চিহ্নিত করেছে। তিনি এর আগে দুবার ২০১৯ এবং ২০২০ সালে টাইম১০০ তালিকায় ছিলেন এবং ২০২৩ সালে বছরের সেরা ব্যক্তির জন্য সংক্ষিপ্ত তালিকায় ছিলেন।
জো রোগান
চলতি বছরটা পডকাস্টার জো রোগানের জন্য একটি দারুন সময় কেটেছে। তার পডকাস্ট শো, জো রোগান এক্সপেরিয়েন্স—যেখানে তিনি বর্তমান সময়ের আলোচিত বিষয়, কমেডি, রাজনীতি এবং এর মধ্যেকার যাবতীয় সবকিছু নিয়ে কথা বলেন। স্পোটিফাইয়ের বিচারে ২০২৪ সালে টানা পঞ্চমবারের মত তার শো সেরা পডকাস্ট বিবেচিত হয়েছে। তার প্রতিটির শোর গড় শ্রোতা সংখ্যা ১১ কোটি, যাদের বেশিরভাগই তরুণ। জো রোগান ২০২২ সালে টাইমস-এর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের ১০০ জনের তালিকায় ছিলেন।
ক্লদিয়া শেইনবম
অক্টোবরে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ক্লদিয়া শেইনবম। একজন আজীবন বামপন্থী শেইনবম দেশটির স্বাধীনতার ২০০ বছরেরও বেশি ইতিহাসের প্রথম ইহুদি নেতা। শেইনবম তার নির্বাচরি প্রচারাভিযানকে দেশটির ‘দরিদ্রদের জন্য লড়াই’ হিসেবে চিহ্নিত করেন এবং এমন এক সময়ে অফিস গ্রহণ করেছেন যখন মেক্সিকো একটি ভঙুর অর্থনীতি থেকে শুরু করে ক্রমবর্ধমান সংঘবদ্ধ সন্ত্রাসের মুখোমুখি হচ্ছিল। চলতি বছরের টাইমস-এর ১০০ জলবায়ু বিশেষজ্ঞের তালিকায় ছিলেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় একটি অত্যাশ্চর্য রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে ইতিহাসে উল্লেখ হয়ে থাকবে। তিনি মার্কিন ভোটারদের পুনর্বিন্যাস করেছেন, তরুণ পুরুষ ভোটারদের দারুনভাবে সক্রিয় করেছেন যারা তাকে একটি নির্ধারক বিজয়ের দিকে চালিত করেছে যা তাকে প্রথমবারের মতো জনপ্রিয় ভোটে জিততে দেখেছে এবং প্রতিটি সুইং স্টেটকে ‘লাল’ রঙে রাঙিয়ে দিয়েছে। তার জয় একাধিক ইতিহাস তৈরি করেছে- তিনি হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি এবং এই বছরের শুরুতে তাকে নিউইয়র্কের জুরি ৩৪টি জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করে, যার ফলে তিনি হতে চলেছেন প্রথম দোষী সাব্যস্ত হওয়া প্রেসিডেন্ট। ২০১৬ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর টাইমস-এর বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হন।
মার্ক জুকারবার্গ
মার্ক জুকারবার্গ এর সম্পত্তির পরিমাণ এ বছর ২১০ বিলিয়ন ডলারে দাড়িয়েছে যা তাকে বিশ্বের চতুর্থ ধনী হিসেবে প্রতিষ্ঠিত করে। তবে এ বছরটা তার ভাল যায়নি। তার প্রতিষ্ঠান মেটা যা ফেসবুক, ইন্সটাগ্রামসহ আরও কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করে, প্রায় বছর জুড়েই সরকারি তদন্তের শিকার হয়েছে। তিনি ২০১০ সালে টাইমস-এর বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হন।
সূত্র: টাইম
এসজেড