ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর মিশনেও টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে একাদশে এক পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় শরিফুল ইসলাম দলে ফিরেছেন। অন্যদিকে আলজারি জোসেপকে বিশ্রাম দিয়ে মারকুইনো মিন্ডলেকে একাদশে ভিড়িয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম, নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রুদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, রোমারিও শেইফার্ড, গুদাকেশ মতি, মারকুইনো মিন্ডলে, জাইডেন সিলস।
thebgbd.com/NIT