ঢাকা | বঙ্গাব্দ

নামাজ নষ্ট হয়ে গেলে পুনরায় পড়ার সময় ইকামত দিতে হয়?

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ ডিসেম্বর, ২০২৪
নামাজ নষ্ট হয়ে গেলে পুনরায় পড়ার সময় ইকামত দিতে হয়? সংগৃহীত

নামাজ আদায়ে নির্দিষ্ট নিয়ম ও শর্ত রয়েছে, যা পালনের মাধ্যমে নামাজ পূর্ণতা লাভ করে। তবে কোনো কারণে নামাজ নষ্ট হয়ে গেলে তা পুনরায় আদায়ের ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন উঠে। এর মধ্যে একটি হলো, পুনরায় নামাজ শুরু করার আগে ইকামত দিতে হবে কি না? 


ইকামতের গুরুত্ব ও বিধান


ইকামত নামাজ শুরু করার আগে মুসাল্লিদের জানিয়ে দেওয়ার একটি মাধ্যম। এটি নামাজের সময় সুনির্দিষ্টভাবে জামাতে ব্যবহৃত হয়। ইকামত সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) বলেন, যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয়, তখন শয়তান সেখান থেকে পালিয়ে যায়। (বুখারি: ৬০৮, মুসলিম: ৩৮৯)


তবে ইকামতের উদ্দেশ্য হলো নামাজে মুসাল্লিদের একত্রিত করা এবং জামাতের গুরুত্ব তুলে ধরা।


নামাজ নষ্ট হয়ে গেলে পুনরায় ইকামতের বিধান


হাদিসের আলোকে দেখা যায়, ব্যক্তিগত নামাজে ইকামত দেওয়া আবশ্যক নয়। এটি মূলত জামাতের ক্ষেত্রে প্রযোজ্য। তবে জামাতে নামাজ আদায় করতে গিয়ে নামাজ নষ্ট হয়ে গেলে এবং পুনরায় জামাতের নিয়ম অনুযায়ী নামাজ শুরু করতে চাইলে ইকামত দেওয়া উচিত।


আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, ইমামের পেছনে নামাজ শুরু হলে এবং কোনো কারণে তা নষ্ট হয়ে যায়, তবে পুনরায় জামাতে শামিল হতে হলে ইকামত দেওয়া উচিত। (তিরমিজি: ১৮৪)


আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত যদি নামাজে কোনো ভুল হয় এবং তা পুনরায় শুরু করতে হয়, তবে ইকামত পুনরায় দেওয়া উত্তম। (আবু দাউদ: ৪২১)



আলেমদের মতামত 


ইকামত দেওয়া আবশ্যক নয়: এককভাবে নামাজ পড়তে হলে পুনরায় ইকামত দেওয়া আবশ্যক নয়। তবে জামাতের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ।


ইকামত পুনরাবৃত্তি করার বিধান: যদি ইমামের নামাজ নষ্ট হয় এবং তিনি পুনরায় জামাতের মাধ্যমে নামাজ শুরু করেন, তাহলে ইকামত পুনরায় দেওয়া হবে।

ফিকহের দৃষ্টিকোণ থেকে


হানাফি মাযহাব: একক নামাজে ইকামত আবশ্যক নয়, তবে জামাতের জন্য তা পুনরায় দেওয়া উত্তম।


শাফেয়ি মাযহাব: ইকামত দেওয়া গুরুত্বপূর্ণ, তবে একক নামাজে তা বাধ্যতামূলক নয়।


নামাজ নষ্ট হয়ে গেলে পুনরায় পড়ার সময় ইকামত দেওয়া জামাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও একক নামাজে এটি আবশ্যক নয়। এটি মূলত জামাতের শৃঙ্খলা ও গুরুত্ব বজায় রাখতে প্রযোজ্য। তাই এ বিষয়ে আলেমদের মতামত অনুযায়ী আমল করা উচিত। ইসলামের বিধান অনুযায়ী যে কোনো ইবাদতে সচেতনতা ও নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


thebgbd.com/AR