ঢাকা | বঙ্গাব্দ

ভিনি-এমবাপ্পের গোলে রিয়ালের জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা দুই হারের পর এবারও ঘুরে দাঁড়াল রিয়াল।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ ডিসেম্বর, ২০২৪
ভিনি-এমবাপ্পের গোলে রিয়ালের জয় সংগৃহীত

দেয়ালে পিঠ ঠেকে গেলে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো কার জানা? উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা দুই হারের পর এবারও ঘুরে দাঁড়াল রিয়াল। ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে জিতল ৩–২ গোলে।


রিয়াল কোচ কার্লো আনচেলত্তি যতটা চেয়েছিলেন, রিয়াল ততটা ভালো হয়তো খেলেনি। কিন্তু ‘বিএমভি’ ত্রিফলা জ্বলে উঠলে আর কী লাগে! দলের গোল তিনটি যে করেছেন আক্রমণভাগের ত্রয়ী বেলিংহাম, এমবাপ্পে ও ভিনিসিয়ুস।


ম্যাচের শুরুতে এমবাপ্পের গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ।তবে প্রথমার্ধের ঠিক আগ মূহুর্তে পেনাল্টি থেকে গোল দিয়ে সমতায় ফেরে আতালান্টা।


দ্বিতীয়র্ধের শুরুতেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ২-১ এ এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।তার ঠিক ৩ মিনিটের মাথায় বেলিংহামের গোলে ৩-১ গোলের লিড নেয় রিয়াল মাদ্রিদ।


ম্যাচের ৬৫ তম মিনিটে লুকমানের গোলে ব্যাবধান কমিয়ে ২-৩ এ আনে আতালান্টা।তবে এর পর বেশকিছু আক্রমণ হলেও গোলের দেখা পায়নি কোনোদল।


thebgbd.com/AR