ঢাকা | বঙ্গাব্দ

হেগে এপার্টমেন্ট বিস্ফোরণে নিহত ৬, গেপ্তার ৩

শনিবার স্থানীয় সময় ভোর ছয়টা ১৫ মিনিট হওয়া বিস্ফোরণটি শহরের তারওয়েক্যাম্প এলাকায় পাঁচটি বাড়ি গুড়িয়ে দিয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১১ ডিসেম্বর, ২০২৪
হেগে এপার্টমেন্ট বিস্ফোরণে নিহত ৬, গেপ্তার ৩ বিস্ফোরণে জড়িত সন্দেহে তিনজনকে গেপ্তার করা হয়েছে।

হেগের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে প্রাণঘাতি বিস্ফোরণের ঘটনায় নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। বিস্ফোরণে ছয়জন নিহত এবং চারজন আহত হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোর ছয়টা ১৫ মিনিট হওয়া বিস্ফোরণটি শহরের তারওয়েক্যাম্প এলাকায় পাঁচটি বাড়ি গুড়িয়ে দিয়েছে।


সন্দেহভাজনদের শুধুমাত্র তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছে এবং এই সপ্তাহের শেষের দিকে তাদের আদালতে হাজির করা হতে পারে। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, সম্ভাব্য ‘সবকিছু’ বিবেচনায় এনে তদন্ত শুরু করা হয়েছে।  ‘আরও গ্রেপ্তারের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না’, বলেও তারা জানিয়েছেন।


নিহতদের ছয়জনের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য, ৪৫ বছর বয়সী একজন বাবা, তার ৪১ বছ বয়সী সঙ্গী, এবং তাদের ১৭ বছর বয়সী কন্যা। তাদের ৮ বছরের ছেলে অলৌকিকভাবে বেঁচে গেছে। এছাড়া ৩১, ৪৪ ও ৬৩ বছর বয়সী আরও তিনজন পুরুষও নিহত হয়েছেন। তাদের মধ্যে গ্রিসের একজন সিভিল ইঞ্জিনিয়ার, যিনি ‘নেদারল্যান্ডের প্রেমে’ দেশটিতে বসবাস করতেন। আহত চারজনকে উদ্ধার করা হয়েছে তাদের ঠিক আগের বাড়ির ধ্বংসস্তূপ থেকে।


বেশ কিছু যানবাহন জব্দ করা হয়েছে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে চলে যাওয়া একটি গাড়ির সঙ্গে ঘটনার সম্পর্ক রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বেশ কিছু উড়ো তথ্য পেয়েছে এবং সাধারণের কাছে আবেদন করেছে আরও তথ্য নিয়ে এগিয়ে আসার জন্য। 


সূত্র: রয়টার্স


এসজেড