রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে প্রাপ্ত লাভ্যাংশ থেকে ২০ বিলিয়ন ডলার ইউক্রেনের হাতে তুলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই অর্থ জুন মাসে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে সদস্য দেশগুলোর সম্মত হওয়া ৫০ বিলিয়ন ডলার সাহায্যের অংশ হিসেবে বিবেচিত হবে।মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন, জব্দ সম্পদের মাধ্যমে সহায়তার অর্থায়নের অর্থ হল ‘করদাতাদের পরিবর্তে রাশিয়াকেই তার অবৈধ যুদ্ধের খরচ বহন করতে হবে।’
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের মাত্র দেড় মাস আগে বিদায়ী বাইডেন প্রশাসন এই অর্থ হস্তান্তর করলো। ট্রাম্প এরইমধ্যে বলেছেন, ক্ষমতা গ্রহণের পরে ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। নতুন প্রশাসনের অধীনে সাহায্য অব্যাহত থাকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে নির্বাচিত প্রেসিডেন্ট কিয়েভকে আর্থিক সহায়তাকে মার্কিন সম্পদের ড্রেন হিসেবে চিহ্নিত করেছেন।
মার্কিন ট্রেজারি মঙ্গলবার বলেছে, পুরো অর্থ বিশ্বব্যাংকের তহবিলে স্থানান্তর করা হয়েছে, যেখান থেকে ইউক্রেন যে কোনও সময়ে এটি তুলেতে পারবে। তবে বিশ্বব্যাংকের নিয়ম অনুযায়ী, তাদের কোনও তহবিল সামরিক কাজে ব্যবহার করা যায় না। যদিও ইউক্রেন আশা করেছিল, প্রাপ্ত অর্থের অর্ধেক তারা সেনা এবং যুদ্ধের পেছনে ব্যয় করবে। কিন্তু সেটি করতে গেলে দেশটিকে মার্কিন সিনেটের অনুমতি নিতে হবে এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে সেটি আপাত সম্ভব নয়।
সূত্র: রয়টার্স
এসজেড