কক্সবাজারের আলোচিত কলেজছাত্র জিহাদ হত্যা মামলার প্রধান আসামি ধলা মিয়া ওরফে দানু মিয়া (৩৫) গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের লাল ব্রিজ এলাকায়।
নিহত ধলা মিয়া মহেশখালী থানার মাহারা পাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলমদরের সন্তান।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, পেকুয়ার বহুল চর্চিত জিহাদ হত্যা মামলার প্রধান আসামি ধলা মিয়া এবং দ্বিতীয় আসামি মোবারক আলী লাল ব্রিজ এলাকায় উপস্থিত হলে স্থানীয়রা তাদের ঘিরে ধরে। এসময় এলাকাবাসী উত্তেজিত হয়ে তাদের গণপিটুনি দেয়।
স্থানীয় ব্যবসায়ীদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ধলা মিয়া ও মোবারককে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় ধলা মিয়াকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং মোবারককে থানায় নেওয়া হয়।
হাসপাতাল সূত্রের বরাতে জানা যায়, ধলা মিয়ার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে বলে নিশ্চিত করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তাফা জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর থানার ডিউটি অফিসার স্থানীয়দের সহায়তায় ধলা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে, চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের ভূঁইয়া জানান, অপহরণের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গণপিটুনির শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্যরাও আঘাতপ্রাপ্ত হন।
এরপর পুলিশ মোবারকসহ দুইজনকে উদ্ধার করে। মোবারককে থানায় নেওয়া হয় এবং ধলা মিয়াকে পেকুয়া হাসপাতালে পাঠানো হয়। পরে জানা যায়, ধলা মিয়া জিহাদ হত্যা মামলায় জামিনে ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর কক্সবাজার সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসহাবুল করিম জিহাদকে তার পেকুয়ার বাড়ি থেকে ফোনের মাধ্যমে ডেকে চকরিয়ার কোনাখালী এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ঘটনায় জিহাদের বাবা মকছুদুল করিম বাদী হয়ে চকরিয়া থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
thebgbd.com/NIT