ঢাকা | বঙ্গাব্দ

রিয়ালকে দুশ্চিন্তায় ভোগালেন এমবাপে

তবে ভালো শুরুর আভাস দিয়েও এমবাপে খেলতে পারলেন কেবল ৩৫ মিনিট। চোটের কারণে তাকে তুলে নিতে বাধ্য হন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ ডিসেম্বর, ২০২৪
রিয়ালকে দুশ্চিন্তায় ভোগালেন এমবাপে কিলিয়ান এমবাপে।

আটালান্টার বিপক্ষে রিয়াল মাদ্রিদের মাস্ট-উইন ম্যাচ। রিয়ালের সাম্প্রতিক ছন্দটা সুবিধার না, তাই জয় ছাড়া কিছু ভাবার অবকাশ ছিল না তাদের সামনে।বাচা-মরার এই ম্যাচে রিয়ালের ত্রাতা হয়ে এলেন এমন একজন, যাকে নিয়ে সম্প্রতি সমালোচনাই হয়েছে সবচেয়ে বেশি। কিলিয়ান এমবাপে আটালান্টার বিপক্ষে এনে দিলেন লিড। 


তবে ভালো শুরুর আভাস দিয়েও এমবাপে খেলতে পারলেন কেবল ৩৫ মিনিট। চোটের কারণে তাকে তুলে নিতে বাধ্য হন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, বাঁ ঊরুতে অস্বস্তি বোধ করছিলেন এমবাপে। ধারণা করা হচ্ছে মাংসপেশিতে টান খেয়েছিলেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার।  


যদিও মূল ঘটনা জানা যাবে, আজ তার পরীক্ষা করার পরেই। যদিও কোচ আনচেলত্তির ভাষ্য, খুব জটিল অবস্থায় নেই তিনি, ‘(এমবাপের) টান লেগেছে। দেখে মারাত্মক কিছু মনে হয়নি, তবে আমি বলতে পারব না। দেখা যাক, আগামীকাল (পরীক্ষায়) কী হয়। সে দৌড়াতে পারছিল না। অস্বস্তি বোধ করছিল। তাই বাধ্য হয়েই তাকে তুলে নিতে হয়েছে।’


অবশ্য, মাঠে এমবাপে যতক্ষণ ছিলেন, তার মাঝেই করে ফেলেছিলেন ইতিহাস।  ১০ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে বক্সের ভেতরে বল দখলে নিয়ে এমবাপের গোল। এই গোলের সুবাদেই চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির পর সবচেয়ে কম বয়সে ৫০ গোল পূরণ করেছেন তিনি। 


৫০তম গোলটি এমবাপে করেছেন ২৫ বছর ১১ মাস ২০ দিন বয়সে। সর্বকনিষ্ঠের রেকর্ড  মেসির, সেটা ২৪ বছর ২৮৪ দিন বয়সে। ২৮ বছর ২ মাস ৭ দিন বয়সে ৫০ গোল করে এত দিন দ্বিতীয় সর্বকনিষ্ঠের জায়গাটা দখলে রেখেছিলেন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো।


চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ৭৯ ম্যাচে ৫০ গোল হয়ে গেল এমবাপে। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ৫০ গোলের তালিকায় ফ্রেঞ্চ তারকা এখন চতুর্থ স্থানে। এই তালিকায় প্রথম তিনজন- রুড ভ্যান নিস্টলরয় (৬২), লিওনেল মেসি (৬৬) এবং রবার্ট লেভান্ডফস্কি (৭২)।


thebgbd.com/NIT