অস্ট্রেলিয়ার সিডনিতে কয়েকটি বাড়িতে ভাঙচুর এবং একটি গাড়িতে আগুন দেওয়া ও দেওয়ালে ইসরায়েল-বিরোধী গ্রাফিতির ঘটনায় তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান পুলিশ। ঘটনাটিকে ‘হেট ক্রাইম’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এবিসি নিউজকে তিনি বলেছেন, ‘এই দেশে ইহুদি-বিদ্বেষের কোনো স্থান নেই।’
মেলবোর্নের একটি সিনাগগে (ইহুদি উপসনালয়) আগুন লাগার কয়েকদিন পরেই এই ঘটনা ঘটলো। সিডনি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভাংচুরের জন্য ১৫ থেকে ২০ বছর বয়সী দুই ব্যক্তিকে খুঁজছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, এই যুগলের ‘মুখ ঢাকা এবং গাঢ় পোশাক’ পরেছিলেন এবং তাদের ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা গেছে।
অন্তত দুটি বাড়ির দেওয়ালে এবং গাড়ির ওপরে ইসরায়েলবিরোধী বিভিন্ন ধরনের কথাসহ ‘কিল ইসরায়েল’ লেখা ঘটনাস্থলে দেখতে পাওয়া গেছে। তবে যে গাড়িতে আগুন লাগানো হয়েছে, পুলিশ জানিয়েছে সেটি সন্দেহভাজনরা ওটাতে করে ঘটনাস্থলে গেছে।
আলবেনিজ বলেছেন, তিনি ভাঙচুর, অগ্নিকাণ্ড এবং বিষয়টির গুরুত্ব নিয়ে অস্ট্রেলীয় ফেডারেল পুলিশের (এএফপি) সঙ্গে কথা বলেছেন।
সূত্র: বিবিসি
এসজেড