বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ প্রাথমিক শিক্ষায় শতভাগ পদোন্নতি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল (১১ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়ের সঙ্গে বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন।
হাসনাত নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে বলেন, প্রাথমিক শিক্ষা দেশের সবচেয়ে অবহেলিত একটি খাত, অথচ এটি জাতীয় উন্নয়নের মূলভিত্তি। প্রাথমিক শিক্ষার বেতন কাঠামো এবং সামাজিক স্বীকৃতির অভাবের কারণে এই খাত অনেক পিছিয়ে রয়েছে। তিনি উল্লেখ করেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ছাড়া উচ্চশিক্ষার গুণগত মান অর্জন সম্ভব নয়।
পোস্টে তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি—বেতন কাঠামো সংস্কার, মেধার ভিত্তিতে পদোন্নতি এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে সচেষ্ট ছিলেন তারা। বুধবারের বৈঠকে উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায়ের কাছে এসব দাবি তুলে ধরা হয়।
হাসনাত লেখেন, উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন যে, প্রাথমিক শিক্ষকদের শতভাগ পদোন্নতি বাস্তবায়ন করা হবে। এতে সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক এবং পরে প্রধান শিক্ষক হওয়ার সুযোগ নিশ্চিত করা হবে। এই প্রতিশ্রুতির আলোকে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
thebgbd.com/NIT