ঢাকা | বঙ্গাব্দ

রেলব্রিজের নিচে পাওয়া গেলো অজ্ঞাত ব্যক্তির লাশ

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মিত রেলব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
  • | ০৯ মে, ২০২৪
রেলব্রিজের নিচে পাওয়া গেলো অজ্ঞাত ব্যক্তির লাশ সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মিত রেলব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৯ মে ) ভোর ৫টার দিকে উপজেলার চাঁপড়া ইউনিয়নের গড়াই নদীর ওপর নির্মিত রেলব্রিজের নিচ থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি; তবে তার বয়স আনুমানিক ৫০ বছর হবে।


স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ওই যুবকের মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।


পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই ঘটনার মূলরহস‌্য জানা যাবে।