মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নিয়ে দুর্ভোগ দিন দিন বাড়ছে। পাসপোর্ট নবায়নে দীর্ঘ বিলম্বের কারণে হাজারো প্রবাসী আইনি জটিলতায় পড়ে যাচ্ছেন। এর ফলে অনেকে বৈধ কাগজপত্রের অভাবে অবৈধ অভিবাসী হওয়ার ঝুঁকির মধ্যে পড়েছেন।
কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে জানায়, প্রায় ২৮ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে পাসপোর্ট অধিদফতরে পাঠানো হয়েছে। এসব পাসপোর্ট বর্তমানে প্রিন্টিং প্রক্রিয়াধীন। আশা করা হচ্ছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ঢাকায় প্রিন্টিং কাজ শুরু হবে এবং ২০২৫ সালের জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে পাসপোর্ট বিতরণ কার্যক্রম শুরু হতে পারে।
তবে বিজ্ঞপ্তির পরও প্রবাসীদের হতাশা কমেনি। মালয়েশিয়া প্রবাসী আসানূর রহমান জানান, তিনি ২৫ সেপ্টেম্বর পাসপোর্ট নবায়নের আবেদন জমা দেন এবং ২৫ নভেম্বর ডেলিভারির প্রতিশ্রুতি পান। কিন্তু নভেম্বর পেরিয়ে গেলেও পাসপোর্ট পাননি। এদিকে, ভিসার মেয়াদ শেষ হওয়ায় ইতিমধ্যে তাকে দুটি বিশেষ পাস নিতে হয়েছে। এই মাসে ভিসা নবায়ন না হলে তিনি অবৈধ অভিবাসীতে পরিণত হবেন।
পাসপোর্ট বিতরণে বিলম্বের পেছনে বুকলেটের ঘাটতি, লেমিনেশন ফয়েল পেপারের সংকট এবং মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটি দায়ী বলে জানিয়েছে হাইকমিশন। এ অবস্থায় পাসপোর্ট প্রত্যাশীরা চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
thebgbd.com/NIT