ঢাকা | বঙ্গাব্দ

ভারতে আটক নাবিকদের ফেরাতে আলোচনা চলছে: পররাষ্ট্র সচিব

ভারতের কোস্টগার্ডের হাতে আটক ৭৯ বাংলাদেশি নাবিককে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০২৪
ভারতে আটক নাবিকদের ফেরাতে আলোচনা চলছে: পররাষ্ট্র সচিব সংগৃহীত

ভারতের কোস্টগার্ডের হাতে আটক ৭৯ বাংলাদেশি নাবিককে ফেরাতে দিল্লির সঙ্গে  আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। তিনি আটকদের দ্রুত ফেরানোর আশা প্রকাশ করেন।


আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।


সাংবাদিকের প্রশ্নের জবাবে সচিব বলেন,  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানো আন্ত:মন্ত্রণালয় ইস‍্যু, এটি রাজনৈতিক সিদ্ধান্ত। উচ্চপর্যায়ের নির্দেশনা পেলে তাকে ফেরানোর উদ‍্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। 


তিনি আরও বলেন, আগামী ১৪-১৭ ডিসেম্বর পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা বাংলাদেশ সফরে আসছেন। রাষ্ট্রপতির চার দিনের এই সরকারি সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি একটি দ্বিপাক্ষিক চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


thebgbd.com/NIT