রাজধানী ঢাকাসহ সারা দেশে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা। আবহাওয়া অফিস গতকাল সন্ধ্যাই জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাত এবং দিনের তাপমাত্রা তুলনামূলক স্থিতিশীল থাকতে পারে, তবে ১৬ ডিসেম্বরের পর থেকে কুয়াশার পরিমাণ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, পৌষ মাসের শুরু হতে এখনও তিন দিন বাকি। এই সময়ে উত্তর-পশ্চিম থেকে আগত শীতল বাতাস আরও জোরদার হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, গত বছর দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। এবারও তাপমাত্রা সেই পর্যায়ে নামতে পারে। তবে শীতের তীব্রতা আরও বাড়লে তাপমাত্রা সর্বনিম্ন ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
thebgbd.com/NIT