ঢাকা | বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই বাংলাদেশ

বাংলাদেশের দেওয়া ৩২২ রানের লক্ষ্য ৪ উইকেট ও ২৫ বল হাতে রেখেই টপকে গেল স্বাগতিকরা।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ ডিসেম্বর, ২০২৪
ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই বাংলাদেশ সংগৃহীত

চলতি বছরের শেষ ওয়ানডেতে ৩০০ ছাড়ানো পুঁজি পেয়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে দারুণ সময় কাটান ব্যাটাররা। বোলিংয়েও দুর্দান্ত শুরু করেছিল টাইগাররা। তবে শেষমেশ লজ্জাই সঙ্গী হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।


অভিষিক্ত জাঙ্গুর অপরাজিত সেঞ্চুরি, কার্টির ৯৫ আর গুড়াকেশ মোতির ঝোড়ো ৪৪ রানে রেকর্ড গড়ে সহজেই জিতল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দেওয়া ৩২২ রানের লক্ষ্য ৪ উইকেট ও ২৫ বল হাতে রেখেই টপকে গেল স্বাগতিকরা।


এতে ১০ বছর পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করল ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ২০১৪ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দল ক্যারিবীয়দের কাছে ৩–০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল।


বড় লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে নাসুমের ওপর চড়াও হয়েছিলেন কিং। জোড়া চারের সঙ্গে ছক্কাও হাকিয়েছিলেন এই ওপেনার। কিন্তু ওভারের শেষ বলেই এলো উইকেট।  ১ রান নিতে চেয়েছিলেন কিং। মিরাজের মাপা থ্রোতে লিটন স্ট্যাম্প ভাঙলে ফেরেন কিং।


নিজের পরের ওভারে আরেক স্বাগতিক ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান নাসুম। স্টাম্প থেকে সরে এসে সুইপ করতে চেয়েছিলেন অ্যাথানেজ। তবে ব্যাটকে ফাঁকি দিয়ে তা স্ট্যাম্পে আঘাত হানলে ফেরেন এই ব্যাটার।


এরপর শাই হোপও বেশিক্ষণ টিকতে পারেননি। হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরে বলে হিট করতে সময় নিয়ে প্রথম স্লিপে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্যারিবিয়ান অধিনায়ক।


এরপর এই সিরিজে স্বাগতিকদের ত্রাতা হয়ে উঠা রাদারফোর্ডকে ফেরান তাসকিন। তার শর্ট ডেলিভারিতে ছক্কা মারার আশায় পুল করেন রাদারফোর্ড। তবে তামিমের হাতে ধরা পড়েন তিনি।


এরপর জাঙ্গুকে সঙ্গে নিয়ে স্কোরশিট সচল রাখেন কার্টি। ১৩২ রানের জুটি গড়েন তারা। তবে সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে ৮৮ বলে ৯৫ রান করে ফেরেন কার্টি।


এরপর চেজকে বাংলাদেশকে আশা দেখান রিশাদ। তবে মোতিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জাঙ্গু। আগ্রাসী ব্যাটিংয়ে অভিষেকেই ৭৯ বলে সেঞ্চুরি তুলে নেন। 


শেষমেশ ২৪ হাতে রেখে জয়ের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। জাঙ্গু ৮৩ বলে ১০৪ ও গুড়াকেশ ৩১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে রিশাদ নেন ২টি উইকেট।


এর আগে, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে বাংলাদেশ।


thebgbd.com/NIT