ঢাকা | বঙ্গাব্দ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

আজ মক্কা ও মদিনার জুমার ইমাম দুই প্রখ্যাত স্কলার।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ ডিসেম্বর, ২০২৪
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা ছবি : সংগৃহীত।

আজ শুক্রবার (১২ জমাদিউস সানি, ১৩ ডিসেম্বর) সৌদি আরবের মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন দুই প্রখ্যাত ইসলামিক স্কলার।


মসজিদ আল-হারামে নামাজ পড়াবেন বিশিষ্ট আলেম ও কারি শায়খ ফয়সাল গাজ্জাবী। তিনি ১৯৬৫ সালে মক্কায় জন্মগ্রহণ করেন এবং উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। ২০০৮ সালে মসজিদে হারামের ইমাম এবং ২০১৬ সালে খতিব হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির কোরআন তিলাওয়াত অনুষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।


অন্যদিকে, মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজান। তিনি মদিনা ইসলামিক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার এবং ২০১৬ সালে বাদশাহ সালমানের নির্দেশে মসজিদে নববির খতিব হিসেবে নিযুক্ত হন। তার হৃদয়গ্রাহী কোরআন তিলাওয়াতের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত।


ইসলামের পবিত্র এ দুই মসজিদে ইমামতি ও খুতবার জন্য শায়খ ফয়সাল গাজ্জাবী এবং শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।


thebgbd.com/NA