ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আগরতলা অভিমুখে লংমার্চ শেষে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে বরিশাল মেহেদীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের একটি মাইক্রোবাস। এ ঘটনায় আহত হয়েছেন ওই গাড়িতে থাকা স্বেচ্ছাসেবক দলের কর্মীরা।
গত বুধবার (১১ ডিসেম্বর) রাতে নরসিংদীর কারারচরে সুলতানা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে নরসিংদী জেলা ছাত্রদলের সহযোগিতায় গাড়িতে আটকে পড়াদের উদ্ধার করা হয়।
জানা গেছে, যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ঢাকা টু আগরতলা অভিমুখে লংমার্চ শেষে আগরতলা থেকে ফিরছিলেন মেহেদীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের একটি মাইক্রোবাস। পরে নরসিংদী পৌঁছালে কারারচরে সুলতানা পাম্পের সামনে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।
এ বিষয়ে জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, নরসিংদী জেলা ছাত্রদলের গাড়ি বহরের থেকে যখন আমরা লং মার্চের স্টিকার সম্বলিত গাড়ি দুর্ঘটনাস্থলে দেখতে পাই, আমরা থেমে যাই। পরে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে জেলা ছাত্রদল ও ইউনিটের সহযোগিতায় নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও স্বেচ্ছাসেবক দলের নেতারা আল্লাহর রহমতে রক্ষা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাদের।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গাড়ি দুর্ঘটনায় পড়া স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বড় ধরনের আহত হননি কেউ।
thebgbd.com/NIT