ঢাকা | বঙ্গাব্দ

অবশেষে সালমান-রাশমিকা সুখবর দিলেন

ভক্তদের জল্পনা-কল্পনার অবসান হলো। অবশেষে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা জানান দিলেন সুখবর।
  • | ০৯ মে, ২০২৪
অবশেষে সালমান-রাশমিকা সুখবর দিলেন সংগৃহীত

ভক্তদের জল্পনা-কল্পনার অবসান হলো। অবশেষে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা জানান দিলেন সুখবর। খুব শিগগিরই বিগ বাজেটের সিনেমায় একসঙ্গে দেখা যাবে এ জুটিকে।


ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, বলিউড ভাইজান খ্যাত মেগাস্টার সালমান খানের আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এ সালমানের নায়িকার নাম চূড়ান্ত হয়েছে। পর্দায় অভিনেত্রী রাশমিকার সঙ্গেই নতুন প্রেমের রসায়ন দেখাবেন সালমান।


এদিকে সালমানের বিপরীতে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় সে সুখববর জানান দিয়েছেন রাশমিকা।


বৃহস্পতিবার ( ৮ মে) ইনস্টাগ্রামের স্টোরিতে রাশমিকা লেখেন, মূলত তেলেগু সিনেমায় জনপ্রিয়তা থেকেই ২০২২ সালে রাশমিকা ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তবে ক্যারিয়ারের সেরা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে রণবীর কাপুরের বিপরীতে‘অ্যানিম্যাল’ সিনেমা করে।


এবার সে ধামাকার পর রুপালি পর্দায় সালমানের সঙ্গে বড় চমক নিয়ে আসছেন অভিনেত্রী। তাই দর্শকও দেখার জন্য মুখিয়ে আছেন আসন্ন সিনেমায় নতুন এ জুটির অভিনয়।