ঘটনাবহুল ২০২৪ সাল বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। চলছে পুরো বছরের হিসাব নিকাশ। সার্চ ইঞ্জিন গুগল জানিয়েছে, বিদায়ী বছরে ফুটবল দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে। সেরা তিনে আছে মেসির জাতীয় দল আর্জেন্টিনাও।
গত বছর পিএসজি থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মেসি। তাকে কেন্দ্র করে ইন্টার মায়ামি তো বটেই, যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগও রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। মেসির কারণেই যে মায়ামিকে গুগলে বারবার খোঁজা হয়েছে, তা বলাই বাহুল্য। ফুটবল দলগুলোর মাঝে গুগল সার্চে তাই মায়ামির স্থান এক নম্বরে। সব ধরনের খেলা মিলিয়ে মায়ামি আছে তিনে।
ফুটবল দলগুলোর হিসেবে সবচেয়ে বেশি গুগল সার্চের দুই নম্বরে আছে বুন্দেসলিগা জিতে চমকে দেওয়া জাবি আলোনসোর বায়ার লেভারকুসেন। গত মৌসুমে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরই তিন নম্বরে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা, যারা এই বছর টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতে নেয়। সব মিলিয়ে আর্জেন্টিনার অবস্থান আটে।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচ দুবাইয়ে, প্রথম খেলা বাংলাদেশের সঙ্গে!চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচ দুবাইয়ে, প্রথম খেলা বাংলাদেশের সঙ্গে!
সম্মিলিত তালিকায় সবচেয়ে বেশি গুগল সার্চ করা হয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলের (এমএলবি) দল নিউইয়র্ক ইয়াঙ্কিস। এরপরই আছে একই খেলার আরেকটি দল লস অ্যাঞ্জেলেস ডজার্স। পাঁচ , ছয় এবং সাতে আছে বেসবল দল বোস্টন সেল্টিকস, নিউইয়র্ক মেটস এবং ডালাস মাভেরিকস। সেরা দশের শেষ দুই দল হলো বেসবলের মিনেসোটা টিম্বারউলভস আর হকির এডমন্টন অয়েলার্স।
thebgbd.com/NIT