বিয়ের বৌভাতের অনুষ্ঠানে কনে পক্ষের অতিরিক্ত লোক আসাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরের মা ফিরোজা খাতুনসহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার নাগরৌহা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে বরের মা ফিরোজা খাতুন (৪৫), সবুজ হোসেন (৩০), ইমরান হোসেন (১৮), শহিদুল ইসলামসহ (৪০) অজ্ঞাত আরও কয়েকজন রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার উপজেলার নাগরৌহা গ্রামে বরের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানে কনের পক্ষের ৩৫ জনের জায়গায় ৭০ জন আসায় উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। কথা কাটাকাটি থেকে একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরের বাবা নুরুল হক বলেন, কনে পক্ষের লোকজন অনুষ্ঠানে খাওয়ার সময় তাদের সঙ্গে পরিকল্পিতভাবে বিবাদের সৃষ্টি করে। এতে তাদের ৭ জনের মতো আহত হয়েছেন।
বৌভাতের অনুষ্ঠান পণ্ড করার জন্য কনে পক্ষকে দায়ী করেন তিনি।
মেয়ের বাবা নিদান প্রামাণিক অভিযোগ করে বলেন, অতিরিক্ত লোক যায়নি, কিন্তু অতিরিক্ত লোক এসেছে এমন কথা বলে ছেলে পক্ষের লোকজন আমাদের ওপর আক্রমণ করে। এতে তাদের ৩ জন আহত হয়েছেন।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মোকলেসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বৌভাতের অনুষ্ঠানে লোক বেশি আসাকে কেন্দ্র করে বৌভাতের অনুষ্ঠানের খাওয়া দাওয়ার পরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। তবে আমি একজনকে আহত অবস্থায় পেয়েছি। মূলত ৯৯-এ কল পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
thebgbd.com/NIT