ঢাকা | বঙ্গাব্দ

থাই উৎসবে বোমা হামলা, নিহত ৩

পুলিশ জানিয়েছে, হামলায় অন্তত ৪৮ জন আহত হয়েছে, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
  • অনলাইন ডেস্ক | ১৫ ডিসেম্বর, ২০২৪
থাই উৎসবে বোমা হামলা,  নিহত ৩ হামলার পর তোলা ছবি।

থাইল্যান্ডে একটি উৎসবে ভিড়ের মধ্যে ছুড়ে দেওয়া বোমায় অন্তত তিনজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের তাক প্রদেশের উমফাং জেলায় প্রতি বছর অনুষ্ঠিত রেড ক্রস দোই লয়ফা মেলায় শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে এই হামলার ঘটনা ঘটে।


থাই পুলিশের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই সন্দেহভাজনকে আটক করা হলেও তাদের বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ আনা হয়নি। পুলিশ জানিয়েছে, হামলায় অন্তত ৪৮ জন আহত হয়েছে, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।


উমফাং উদ্ধারকারী দল বলেছে, অনেকেই নাচছিল এমন একটি খোলা মঞ্চের সামনে বোমাটি ছোড়াহয়। আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে যে বিস্ফোরকটি সম্ভবত একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।


প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা এক্স-এ একটি পোস্টে বোমা হামলায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, তিনি পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করতে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি সমস্ত উত্সব অনুষ্ঠানের তদারকি করার জন্য পুলিশ অফিসারদের বাড়ানোরও নির্দেশ দিয়েছেন।


সূত্র: বিবিসি


এসজেড