ঢাকা | বঙ্গাব্দ

জামালপুরের মেলায় গাঁজার দোকান

জামালপুরের মেলান্দহ উপজেলায় চলছে বৈশাখী মেলা। তবে এই মেলায় দেদারছে চলছে গাঁজা বিক্রি।
  • | ০৯ মে, ২০২৪
জামালপুরের মেলায় গাঁজার দোকান জামালপুরের মেলায় গাঁজার দোকান

জামালপুরের মেলান্দহ উপজেলায় চলছে বৈশাখী মেলা। তবে এই মেলায় দেদারছে চলছে গাঁজা বিক্রি। দোকান করে গাঁজা বিক্রি ছাড়াও সেখানে চলছে জুয়ার আসর ও অশ্লীল নৃত্য।‌ এ বিষয়ে অভিযোগ করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 


জানা গেছে,  উপজেলার দুরমুট এলাকায় পীর ও সাধক হযরত শাহ কামাল (রহ) ইয়েমেনীর মাজারকে কেন্দ্র করে প্রতিবছরই বসে বৈশাখী মেলা। তবে মেলায় আসা ভক্তদের দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা।


মাজারের দক্ষিণ-পশ্চিম দিকে পুকুরের পাড়ে পুকুরসংলগ্ন বাগানে গাঁজা সেবন ও বিক্রির জমজমাট আসর চলছে। মেলার বিভিন্ন জায়গায় তাবু টানিয়ে বসানো হয়েছে গাজার দোকান, এছাড়া অনেকে পাটি পেতে গাঁজা বিক্রি করছে। 


জামালপুর সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, বৈশাখী মেলায় প্রকাশ্যে এভাবে গাঁজা সেবন বন্ধ করা প্রয়োজন। না হলে যুবসমাজ ও শিক্ষার্থীরা মাদক সেবনে আসক্ত হয়ে পড়বে। বিশেষ করে ওই এলাকার তরুণ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই মেলায় গাঁজা সেবন ও বেচাকেনা‌ বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসন সহ সবাই জানলেও তেমন কোনো অভিযান পরিচালনা হয়নি। 


জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ বলেন, কিছুদিন আগেও অভিযান পরিচালনা করে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছেন।


মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক বলেন, মেলায় অভিযান অব্যাহত রয়েছে। আর সব সময় পুলিশ টহলে রয়েছে। আমি নিজেও কয়েকদিন অভিযান পরিচালনা করেছি।