আবারও পাঁচ ডিগ্রির নিচে নেমে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির তাপমাত্রা। সাপ্তাহিক ছুটির দিনের সকালেও শীতে কার্যত কাঁপছে শহরটি। রোববার (১৫ ডিসেম্বর) ভোরে রাজধানী নয়াদিল্লি এবং আশপাশের এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নেমে গেছে।
গত কয়েক দিন ধরেই দিল্লিতে শৈত্যপ্রবাহ চলছে এবং এর মধ্যেই গত এক সপ্তাহে এনিয়ে তিন বার ৫ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে দিল্লি নগরীর প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সফদরজংয়ে ৪.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গত এক সপ্তাহে এই নিয়ে তিন বার ৫ ডিগ্রির নিচে নেমে গেল তাপমাত্রা।
মূলত গত কয়েক দিনে দিল্লির তাপমাত্রা এক ধাক্কায় তিন ডিগ্রি নেমে গেছে। গত বৃহস্পতিবার ভোরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এখনও পর্যন্ত সেটিই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল। এরপর রোববার ফের ৫ ডিগ্রির নিচে নামল পারদ।
ভারতীয় সংবাদসংস্থা পিটিআই আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে জানিয়েছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম ডিসেম্বরে এতটা তাপমাত্রা কমল দিল্লিতে।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক দিন ধরেই শৈত্যপ্রবাহ চলছে দিল্লিতে। রোববারও তার অন্যথা হবে না। শুধু দিল্লিই নয়, পাশাপাশি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রাজস্থানের কোনও কোনও অংশে সোমবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। তবে শীত বাড়লেও বাতাসের গুণমানে বিশেষ পরিবর্তন হয়নি। বরং শনিবারের তুলনায় আরও হ্রাস পেয়েছে বাতাসের গুণমান।
জ্বর-শ্বাসকষ্টের শিকার দিল্লির ৫৩ শতাংশ পরিবার
এছাড়া ঘন ধোঁয়াশায় হ্রাস পেয়েছে দৃশ্যমানতা। শনিবার সকাল ৭টার দিকে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২১২। রোববার একই সময়ে শহরটির বাতাসের গুণমান ২৪৬ গিয়ে পৌঁছেছে।
মূলত ভারতের এই রাজধানী শহরটি দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায়ও ভুগছে।
thebgbd.com/NIT