ঢাকা | বঙ্গাব্দ

সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে 'সরাসরি যোগাযোগ’ রাখছে যুক্তরাষ্ট্র

উপস্থিত নেতারা দেশটিতে একটি শান্তিপূর্ণ ক্ষমতার স্থানান্তর প্রক্রিয়াকে সমর্থন করবেন বলে সমবেত সিদ্ধান্তে উপনত হন।
  • অনলাইন ডেস্ক | ১৫ ডিসেম্বর, ২০২৪
সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে 'সরাসরি যোগাযোগ’ রাখছে যুক্তরাষ্ট্র অ্যান্টনি ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন আসাদ সরকারকে পতনের পর সিরিয়ার নিয়ন্ত্রণকারী এইচটিএস বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ‘সরাসরি যোগাযোগ’ করছে। যা যুক্তরাষ্ট্রের কাছে এখনও একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত হায়াত তাহরির আল-শামের সঙ্গে মার্কিন যোগাযোগের প্রথম স্বীকৃতি। 


জর্দানে কয়েকটি আরব দেশ, তুরস্ক এবং ইউরোপের প্রতিনিধিদের সঙ্গে সিরিয়ার ভবিষ্যত নিয়ে আলোচনার পর সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, নিখোঁজ মার্কির সাংবাদিক অস্টিন টাইসের জন্যই যুক্তরাষ্ট্র বিশেষভাবে যোগাযোগ করছে। সিরিয়া প্রশ্নে ব্লিঙ্কেন আরও বলেন, ‘দামেস্কের এই মুহূর্তে এমন একটি সরকারের প্রয়োজন, যারা সংখ্যালঘুদের অধিকারকে সুনিশ্চিত করবে এবং কোনও রকম সন্ত্রাসবাদী গোষ্ঠীকে মদত দেবে না। এ বিষয়ে আমরা সবাই একমত হয়েছি।’


উপস্থিত নেতারা দেশটিতে একটি শান্তিপূর্ণ ক্ষমতার স্থানান্তর প্রক্রিয়াকে সমর্থন করবেন বলে সমবেত সিদ্ধান্তে উপনত হন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আঞ্চলিক শক্তিগুলি দেশটিতে পুনরায় ‘বিশৃঙ্খলার মধ্যে নামতে’ দেখতে চায় না। একটি যৌথ বিবৃতিতে একটি অন্তর্ভুক্তিমূলক সিরিয়ান সরকারের আহ্বান জানানো হয়েছে যা সংখ্যালঘুদের অধিকারকে সম্মান করে এবং ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ জন্য ঘাঁটি তৈরি করতে দিবে না।


ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেন মধ্যপ্রাচ্য এবং বিশ্বে সিরিয়ার ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কর্নেল গাদ্দাফির ক্ষমতা থেকে অপসারণের পর লিবিয়ায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা উল্লেখ করে তিনি বলেন, আঞ্চলিক দেশগুলো আর একটি লিবিয়া দেখতে চায় না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সিরিয়ার বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সংস্কার করতে হবে।


তবে বৈঠকে সিরিয়ার বর্তমান শাষকগোষ্ঠী এইচটিএস এর কোনও প্রতিনিধি ছিলেন না। ছিল না ইরান কিংবা রাশিয়ার প্রতিনিধিও, যারা অতীতে বিভিন্ন সময়ে সিরিয়ার আসাদ সরকারকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে গেছে।