নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ধর্ষণের জন্য দায়ী’- এক তারকা উপস্থাপকের এমন কথায় দায় করা মানহানির মামলায় ১৫ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে এবিসি নিউজ। চলতি বছরের ১০ মার্চ একজন কংগ্রেসওম্যানের সাক্ষাৎকার নেওয়ার সময় ট্রাম্পের প্রতি তার সমর্থন ব্যক্ত করায় জর্জ স্টেফানোপোলোস বারবার সেই কথা বলেন।
একটি মামলায় গত বছর বলা হয়, ট্রাম্প ‘যৌন অসদাচরণ’-এর জন্য দায়ী, নিউ ইয়র্কের আইনে যার একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। যাতে বলা হয়েছে, ধর্ষণ ও অসদাচরণের মধ্যে পার্থক্য নির্দিষ্ট করা আছে। ফক্স নিউজ জানিয়েছে, শনিবার হওয়া নিষ্পত্তির অংশ হিসাবে স্টেফানোপোলোসের বক্তব্যের জন্য এবিসি ‘দুঃখ’ প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করবে।
নিষ্পত্তির অংশ হিসেবে, এবিসি নিউজ একটি দাতব্য প্রতিষ্ঠানে অবদান হিসাবে ১৫ মিলিয়ন ডলার দান করবে। এই প্রতিষ্ঠানটি "প্রেসিডেন্টিয়াল ফাউন্ডেশন এবং মিউজিয়াম’টি বাদীর (ট্রাম্প) অনুমোদিত বা তার প্রতিষ্ঠিত হবে, যেমনটি অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিরা প্রতিষ্ঠা করেছেন। এছাড়া নেটওয়ার্কটি ট্রাম্পের আইনি ফি বাবদ আরও এক মিলিয়ন ডলার দিতেও সম্মত হয়েছে। পাশাপাশি নেটওয়ার্কটি তার ১০ মার্চের অনলাইন সংবাদটির নীচে বিষয়টি ব্যাখ্যা করে একটি সম্পাদকীয় নোট পোস্ট করবে।
এবিসি নিউজের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, সংস্থাটি ‘আদালতের বাইরে বিশেষ শর্তে মামলা খারিজ’ করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে বলে খুশি’।
সূত্র: বিবিসি
এসজেড