ঢাকা | বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা

সচিব থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ ডিসেম্বর, ২০২৪
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা ছবি : সংগৃহীত।

সচিব থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। আজ রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি বলেন, সবাই এই ভাতা পাবেন, তবে হয়তো একটি স্ল্যাব করা হবে।


এর আগে ১২ ডিসেম্বর, জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতায় মহার্ঘ ভাতা প্রণয়নের জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে, মহার্ঘ ভাতার প্রযোজ্যতা এবং প্রাপ্যতার বিষয় পর্যালোচনা; প্রয়োজনীয় সুপারিশ তৈরি; প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কো-অপ্ট করা; দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা।


সিনিয়র সচিব জানান, কমিটি আগামী সপ্তাহে বৈঠকে বসবে এবং একটি বাস্তবায়ন কৌশল তৈরি করবে। সেখানে আপার এবং লোয়ার লিমিট নির্ধারণ করে অফিসার ও স্টাফদের জন্য ভিন্ন স্ল্যাব তৈরি করা হবে। সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে এবং এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করার চেষ্টা হবে।


তিনি আরও বলেন, মহার্ঘ ভাতা অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের জন্যও প্রযোজ্য হবে। এটি সময়োপযোগী পদক্ষেপ এবং পেনশনারদের অন্তর্ভুক্ত করা হবে কারণ তাদের আয়ের উৎস নেই, অথচ তাদের চিকিৎসা ও অন্যান্য খরচ বেশি।


সরকার পেনশনারদের জন্য আলাদা স্ল্যাব রাখার পরিকল্পনা করছে। সিনিয়র সচিব জানান, তাদের জন্য বাড়তি ভাতার ব্যবস্থা করা হবে, কারণ তারা নানা অসুবিধার মুখে পড়েন। তিনি জানান, অফিসারদের তুলনায় স্টাফদের জন্য মহার্ঘ ভাতার হার বেশি হতে পারে। এতে একটি ভারসাম্য বজায় থাকবে।


thebgbd.com/NA