বুধবার (৮ মে) দিনগত রাতে পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদার জেলার সুরবন্দরে বন্দুক হামলায় সাতজন নিহত ও একজন আহত হয়েছেন।
হতাহতরা সবাই স্থানীয় একটি সেলুনের কর্মী। স্থানীয় আবাসিক কোয়ার্টারে প্রবেশ করে হামলা চালান বন্দুকধারীরা। তবে হামলার কারণ এখনও জানা যায়নি।
সূত্র,পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
ডন ডটকমের সঙ্গে কথা বলার সময় গোয়াদারের জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) জোহাইব মহসিন বলেন, নিহতদের সবাই পাঞ্জাবের খানেওয়াল ও লোধরান জেলার বাসিন্দা।
অন্যদিকে, আহত ব্যক্তি খানেওয়ালের মিয়া চান্নু এলাকার বাসিন্দা। হামলাকারীদের খুঁজে বের করতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি।