ঢাকা | বঙ্গাব্দ

সংস্কারে কত সময় প্রয়োজন জানার অধিকার জনগণের রয়েছে: তারেক রহমান

রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বতীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ ডিসেম্বর, ২০২৪
সংস্কারে কত সময় প্রয়োজন জানার অধিকার জনগণের রয়েছে: তারেক রহমান সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার কী করতে চাইছে।


আজ রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এ কথা বলেন।


তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম-পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণআকাঙ্ক্ষা-বিরোধী। 


তিনি আরও বলেন, সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। অপরদিকে, প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা আসবে।


বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান আরও বলেন, শত অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের প্রিয় এই বাংলাদেশ। সেই যাত্রায় আবারো বলছি, মন দিয়ে শুনবেন দলের প্রতিটি নেতাকর্মী, আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতন্ত্রকামী স্বাধীনতাপ্রিয় জনগণ। আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন।


তিনি বলেন, সরকারের তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণও সরকারের প্রতি ততবেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে।


thebgbd.com/AR