জানাজা মৃত ব্যক্তির জন্য দোয়া এবং তার প্রতি সম্মান প্রদর্শনের একটি পদ্ধতি।
জানাজার নামাজের প্রস্তুতি
১. জানাজার নামাজ ফরজে কিফায়া, অর্থাৎ কেউ আদায় করলে বাকি সবার জন্য দায়মুক্তি হয়।
২. মৃত ব্যক্তির গোসল ও কাফন সম্পন্ন করার পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
৩. নামাজ খোলা ময়দানে, মসজিদে, বা জানাজার জন্য নির্ধারিত স্থানে আদায় করা হয়।
জানাজার নামাজের ধরন
জানাজার নামাজ চার তাকবির দিয়ে আদায় করা হয় এবং এতে কোনো রুকু বা সিজদা নেই। পুরো নামাজ দাঁড়িয়ে আদায় করতে হয়।
জানাজার নামাজ আদায়ের নিয়ম (ধাপে ধাপে)
১. নিয়ত করা: নামাজের শুরুতে নিয়ত করতে হয়। মনে মনে নিয়ত করুন, আমি আল্লাহর জন্য এই মৃত ব্যক্তির (পুরুষ/নারী) জানাজার নামাজ পড়ছি ইমামের পেছনে চার তাকবিরসহ। উচ্চস্বরে নিয়ত করার প্রয়োজন নেই।
২. প্রথম তাকবির: ইমামের সঙ্গে প্রথম তাকবির বলুন, “আল্লাহু আকবার”। তাকবিরের পর হাত বাঁধুন (ডান হাত বাম হাতের ওপর)। এরপর সানা বা দোয়া
পড়ুন: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তা’আলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গইরুক।
৩. দ্বিতীয় তাকবির ইমাম দ্বিতীয়বার আল্লাহু আকবার বললে, তাকবির বলুন।
এরপর দুরুদ শরিফ পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিমা, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিমা, ইন্নাকা হামিদুম মাজিদ।
৪. তৃতীয় তাকবির: তৃতীয়বার “আল্লাহু আকবার” বলুন। এরপর মৃত ব্যক্তির জন্য দোয়া করুন। নিম্নোক্ত দোয়াটি পড়া উত্তম: আল্লাহুম্মাগফিরলিহাইন্না ওয়া মাইয়িতিনা, ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, ওয়া সগিরিনা ওয়া কাবিরিনা, ওয়া জাকিরিনা ওয়া উন্সানা। আল্লাহুম্মা মান আহইইতাহু মিন্না ফআহিহি আলাল ইসলাম। ওয়া মান তাওাফফাইতাহু মিন্না ফতাওাফফাহু আলাল ঈমান।
৫. চতুর্থ তাকবির: চতুর্থবার “আল্লাহু আকবার” বলুন। এরপর কোনো অতিরিক্ত দোয়া না পড়ে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বলে ডান ও বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন।
মৃত ব্যক্তির জন্য বিশেষ দোয়া (বিকল্প): আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া’আফিহি, ওয়া’আফু আনহু, ওয়াকরিম নুযুলাহু, ওয়াসি’ মুদখালাহু, ওয়া’গসিলহু বিলমাই ওয়াসসালজি ওয়ালবারাদি, ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাসি। ওয়া আবদিলহু দারান খাইরাম মিন দারিহি, ওয়া আহলান খাইরাম মিন আহলিহি, ওয়া আদখিলহুল জান্নাতা, ওয়া আজিরহু মিন আজাবিল কবরি ওয়া আজাবিন্নার।
অর্থ: হে আল্লাহ! তাকে ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন, তাকে নিরাপত্তা দিন এবং তার ভুলত্রুটি মুছে দিন। তাকে জান্নাতের সর্বোত্তম স্থান দিন এবং তাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিন।
গুরুত্বপূর্ণ বিষয়
১. জানাজার নামাজে চুপচাপ পড়তে হয়; কেউ জোরে কোনো আয়াত বা দোয়া পড়ে না।
২. নারীরা চাইলে ঘরে বসে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারেন, তবে জানাজার নামাজে তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয়।
৩. জানাজার নামাজের পরে মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করুন।
আল্লাহ আমাদের সবাইকে জানাজার নামাজ সঠিকভাবে আদায় করার তাওফিক দান করুন। আমিন।
thebgbd.com/AR