ঢাকা | বঙ্গাব্দ

বিজয় দিবস: স্বাধীনতার গন্ধে উৎসবের আমেজ

সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি এবারের বিজয় দিবসে পুরো ঢাকা জুড়েই নানা আয়োজন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০২৪
বিজয় দিবস: স্বাধীনতার গন্ধে উৎসবের আমেজ ফাইল ছবি

বিজয়ে ৫৪তম বছরে পা দিলো বাংলাদেশ। প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানে মোমবাতি প্রজ্জ্বালনের মধ্যে দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে জাতীয় নাগরিক কমিটি।


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এবারের বিজয় দিবসের আবহ ছিল কিছুটা অন্যরকম। বাতাসে ছিল স্বাধীনতার গন্ধ আর পুরো ঢাকা জুড়ে ছিলো উৎসবের আমেজ। 


প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের মিনারে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়। করা হয় ৭১ আর ২৪-এর শহীদদের স্মরণ ও দোয়ার আয়োজন। যেখানে তরুণদের কন্ঠে ছিল নতুন বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি। 


সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি এবারের বিজয় দিবসে পুরো ঢাকা জুড়েই নানা আয়োজন। লালসবুজের সমারোহে রাজধানীর সরকারি ভবন ও প্রতিষ্ঠান যেনো বার্তা দিচ্ছিল নতুন বাংলাদেশের।


রাজধানীর টিএসসিতেও ছিল 'রক্তে রাঙ্গা বিজয় আমার' নামে কনসার্ট। যেখানে সব বয়সী মানুষের উপস্থিতি।


৭১ এর মুক্তিযুদ্ধ আর ২৪ এর গণঅভ্যুত্থান এ দুটোই বাঙ্গালি জাতির ত্যাগ ও সংগ্রামের অনন্য এক প্রতিচ্ছবি। সব ছাপিয়ে বাংলাদেশের ৫৪তম বিজয়ে যেনো সাধারণ মানুষের মতের স্বাধীনতা , ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয় এই প্রত্যাশা সকলের।


thebgbd.com/NIT