ঢাকা | বঙ্গাব্দ

উত্তর ক্যালিফোর্নিয়ায় টর্নেডোর আঘাত

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, প্রায় পাঁচ মিনিট স্থায়ী ঝড়টিকে ক্যাটগরি-১ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০২৪
উত্তর ক্যালিফোর্নিয়ায় টর্নেডোর আঘাত ঘূর্ণিঝড় আঘাত হানার পর স্কটস ভ্যালির রাস্তা।

স্থানীয় সময় শনিবার বিকেলে উত্তর ক্যালিফোর্নিয়ায় এক আকস্মিক ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত চারজন আহত হয়েছে। সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত স্কটস ভ্যালির ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বিদ্যুৎ লাইন উপড়ে যায় এবং বেশ কয়েকটি গাড়ি উল্টে যায়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, প্রায় পাঁচ মিনিট স্থায়ী ঝড়টিকে ক্যাটগরি-১ হিসাবে চিহ্নিত করা হয়েছে।


অপরদিকে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য আইওয়া এবং নেব্রাস্কায় তুষারঝড় প্রবাহিত হয়েছে। এছাড়া নিউ ইয়র্কে প্রবল তুষারপাত হয়েছে এবং ক্যালিফোর্নিয়া ও নেভাদা রাজ্যেরে মধ্যবর্তী লেক তাহোয়ের আশপাশের শহরতলীগুলোতে তীব্র আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।


নেব্রাস্কায় আর্লিংটনের কাছে রাস্তায় বরফ জমে থাকার দরুন দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে। ওয়াশিংটন কাউন্টি শেরিফের অফিস থেকে বলা হয়েছে, ৫৭ বছর বয়সী এক মহিলার পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা গাড়ির সঙ্গে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে মারা যান তিনি। আইওয়া এবং নেব্রাস্কার মধ্যকার প্রধান হাইওয়ে বরফ জমে পিছলে হয়ে যাওয়ায় বন্ধে ঘোষণা করা হয়। প্রায় দুইদিন বন্ধ থাকার পর বরফ আংশিক পরিষ্কারের পর এটি আবার চালু হয়েছে।


নিউ ইয়র্কের এরি কাউন্টির অর্চার্ড পার্ক এলাকার অধিবাসিরা গত দুইদিনে ৩৩ ইঞ্চিরও (প্রায় তিন ফুট) তুষারপাত দেখেছে। পশ্চিমে, সিয়েরা নেভাদা পর্বতমালায় ৩ ফুট পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। লেক তাহোয়ের আশেপাশের স্কি রেসোর্টগুলিতেও ১ ফুটেরও বেশি তুষারপাত হয়েছে।