ঢাকা | বঙ্গাব্দ

হাসপাতাল ছেড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

অক্টোবরে প্রেসিডেন্ট বাসবভনের বাথরুমে পড়ে যাওয়ায় মাথায় লাগা আঘাতের কারণে তার ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ হয়।
  • অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০২৪
হাসপাতাল ছেড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট হাসপাতাল থেকে বিদায় নিচ্ছেন লুলা।

মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য জরুরি অস্ত্রোপচারের পর হাসপাতাল ছেড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সাও পাওলোর সিরিও-লিবানেস হাসপাতাল থেকে বের হওয়ার আগে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে মেডিকেল টিমের সঙ্গে উপস্থিত ছিলেন ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট।


সংবাদ সম্মেললে লুলা বলেন, ‘আজ এখানে কোনও প্রশ্নোত্তর পর্ব নয়, এটি কেবল ধন্যবাদ জানানোর একটি আয়োজন। ধন্যবাদ প্রথমত ঈশ্বরকে, যিনি আমাকে খুব উদারভাবে দেখাশোনা করেছেন। প্রার্থনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা শুধুমাত্র ঘৃণা করেন, তাদের জন্যও ক্ষমা রয়েছে। আমি এখানে, জীবিত, সুস্থ এবং আরও অনেক কাজ করার ইচ্ছা নিয়ে আছি।’ 


সোমবার তীব্র মাথাব্যথা অনুভব করায় লুলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকরা লুলার মস্তিস্কের অভ্যন্তরীণ রক্তপাত বন্ধে ক্র্যানিওটমি নামক অস্ত্রোপচার করেছেন, যেটিতে খুলি থেকে ছোট একটি হাড় সরিয়ে রক্তক্ষরণ সাড়ানো হয়। তারপর আবার হাড়টি প্রতিস্থাপন করা হয়। 


এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অক্টোবরে প্রেসিডেন্ট বাসবভনের বাথরুমে পড়ে যাওয়ায় মাথায় লাগা আঘাতের কারণে তার ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ হয়। মঙ্গলবার তারা আরও জানান, লুলা ‘সুস্থ’ এবং চিকিৎসা কর্মীদের সঙ্গে কথাবার্তা বলছেন। লুলা মস্তিস্কে কোনও ধরনের আঘাত পাননি এবং অস্ত্রোপচারজনিত কোনও সমস্যা অনুভব করছেন না।


সূত্র: বিবিসি


এসজেড