ভারতে চলমান পার্লামেন্ট নির্বাচনের মধ্যে দেশটির শীর্ষ দুই শিল্পপতি ও দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত মুকেশ আম্বানি এবং গৌতম আদানিকে নিয়ে তীব্র ভাষায় প্রতিপক্ষ কংগ্রেসকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তেলেঙ্গানায় স্থানীয় সময় বুধবার একটি নির্বাচনি সমাবেশে ভাষণে এমন মন্তব্য করেন তিনি।
মোদি বলেন, নির্বাচন ঘোষণার পর থেকে এই লোকেরা (কংগ্রেস) আম্বানি-আদানিকে গালি দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি তেলেঙ্গানা থেকে জিজ্ঞাসা করতে চাই, শেহজাদা (রাহুল গান্ধি) ঘোষণা করুক তারা আম্বানি-আদানি থেকে কত টাকা চাঁদা পেয়েছে? কংগ্রেসের সঙ্গে তাদের কী চুক্তি হয়েছে যে আম্বানি-আদানিকে গালি দেওয়া রাতারাতি বন্ধ হয়ে গেল?
তিনি বলেন, পাঁচ বছর ধরে তারা (কংগ্রেস) আদানি-আম্বানিকে গালাগালি করেছে এবং তা রাতারাতি বন্ধ হয়ে গেছে। এর মানে আপনার (রাহুল গান্ধি) কাছেও চুরির মাল পাঠানো হয়েছে। জাতির কাছে আপনাকে জবাবদিহি করতে হবে।
দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত দেশের শীর্ষ দুই ব্যবসায়ীকে এই প্রথম মোদি সরাসরি আক্রমণ করলেন এবং তাদের সম্পদকে ‘চুরি’ হিসেবে উল্লেখ করলেন।
মোদির ভাষণের প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধি বুধবার এক ভিডিও বার্তায় বলেছেন, সাধারণত, আপনি (মোদি) বন্ধ দরজার আড়ালে আম্বানি-আদানির নাম নেন। আপনি প্রথমবার জনসমক্ষে তাদের নাম নিয়েছেন; আপনি কীভাবে জানেন যে আদানি-আম্বানি আমাকে চুরির অংশ পাঠান? এটা কি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা?’
তিনি বলেন, এক কাজ করুন- তাদের কাছে সিবিআই, ইডি পাঠান। বিস্তারিত তদন্ত করুন, ঘাবড়ে যাবেন না।
এর আগে, মোদির মন্তব্যের প্রতিক্রিয়ায় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি জানান, তার ভাই (রাহুল গান্ধি) আম্বানি-আদানি সম্পর্কে প্রতিদিন কথা বলেন।
১৯ এপ্রিল থেকে ভারতে সাত দফার ভোট গ্রহণ চলছে এবং সব ধাপের ভোট শেষে আগামী ৪ জুন ফল ঘোষণা করা হবে।
মঙ্গলবার ভারতে তৃতীয় দফা ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী ১৩ মে চতুর্থ ধাপে ৯৬টি আসনে ভোট নেওয়া হবে।