ঢাকা | বঙ্গাব্দ

বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ

এবার তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০২৪
বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ আবারও চোট পেয়েছেন ইয়ামাল।

শিরোপাহীন মৌসুমের পর এবার বেশ ভালোই পারফর্ম করছিল বার্সেলোনা। সেইসঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের দুর্বলতায় লা লিগার শীর্ষস্থান তারা প্রায় শুরু থেকেই ধরে রেখেছে। এ ছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও কাতালানদের ফর্ম দেখার মতো। তবে সাম্প্রতিক সময়ে হঠাৎই পথ হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। সর্বশেষ ৫ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া বার্সা এবার তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে।

গতকাল (রোববার) রাতে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে লেগানেসের বিপক্ষে লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। যেখানে ১-০ গোলের হারের হতাশা নিয়ে তাদের মাঠ ছাড়তে হয়। এ নিয়ে সর্বশেষ ৫ ম্যাচের দুটিতে হারল বার্সেলোনা, পাশাপাশি ড্র দুটি এবং জয় কেবল একটিতে। সেই হারের সঙ্গে বড় ধাক্কা হিসেবে যুক্ত হয়েছে আক্রমণভাগে বড় ভরসা ইয়ামালের চোট। গোড়ালির চোটের কারণে ৩-৪ সপ্তাহ এই স্প্যানিশ তরুণকে পাচ্ছে না বার্সা।

আজ (সোমবার) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ক্লাবটি। বার্সেলোনা বলছে, লেগানেস ম্যাচে রোববার প্রথম একাদশের ফুটবলার লামিনে ইয়ামাল ডান গোড়ালির অ্যাঙ্কলে চোট পেয়েছেন। সোমবার পরীক্ষার পর জানা গেছে– লিগামেন্টের গ্রেড-১ ইনজুরিতে পড়েছেন তিনি। ফলে ৩ থেকে ৪ সপ্তাহ ইয়ামাল মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগের ম্যাচে লাল কার্ড দেখায় গতকাল ডাগআউটে ছিলেন না বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তাকে নিষিদ্ধ করা হয়েছে দুই ম্যাচ। এরই মাঝে যুক্ত হলো ইয়ামালের ইনজুরি। অবশ্য এবারই প্রথম নয়, ১৭ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে গোড়ালিতে চোট পেয়েছিলেন। যার কারণে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। ৩০ নভেম্বর লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলের হারের দিনে মাঠে ফেরেন তিনি। এরপর সেরা ছন্দেও ফিরছিলেন এই স্প্যানিশ তারকা।

কিন্তু ফের একই অ্যাঙ্কেলে চোট পেয়ে দ্বিতীয়বারের মতো মাঠের বাইরে ছিটকে গেছেন ২০২৪–এর স্প্যানিশ গোল্ডেন বয় পুরস্কার জেতা লামিনে ইয়ামাল। লেগানেসের বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটে শক্ত ট্যাকলের শিকার হন তিনি। সদ্যই ইনজুরি থেকে সেরে ওঠা অ্যাঙ্কেলেই ফের চোট পান তিনি। তবে এরপরও খেলা চালিয়ে গেছেন তিনি। ম্যাচের ৭৬ মিনিটে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

সবমিলিয়ে দাঁড়াচ্ছে যে– আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে মাঠে ফেরা হচ্ছে ইয়ামালের। এর মানে ২২ ডিসেম্বর লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদ, ৫ জানুয়ারি কোপা দেল রে–তে বারবাস্ত্রো এবং ৯ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে এই তারকাকে পাচ্ছে না বার্সেলোনা। লা লিগায় ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে ক্লাবটি, এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট অ্যাতলেটিকো মাদ্রিদের। ৩৭ পয়েন্ট নিয়ে এর পরই রিয়ালের অবস্থান।


thebgbd.com/NIT