ঢাকা | বঙ্গাব্দ

সাতক্ষীরায় স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রী

সাতক্ষীরার তালা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৭ ডিসেম্বর, ২০২৪
সাতক্ষীরায় স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রী সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীরও। 


সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


মৃত দুজন হলেন, কানাইলাল দাশ (৬৮) ও তার স্ত্রী স্বরসতী দাশ (৬০)। মঙ্গলবার তাদের শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার জানিয়েছে।


মৃতের ভাতিজা অপূর্ব দাশ বলেন, কানাইলাল দাশ দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পথে মির্জাপুর বাজারে তিনি মৃত্যুবরণ করেন। এ খবর মোবাইলের মাধ্যমে বাড়িতে জানানো হলে, স্ত্রী স্বরসতী দাশ শোক সইতে না পেরে স্ট্রোক করে মারা যান।


তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। ঘটনাটি দুঃখজনক।


এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই প্রিয়জনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও আশপাশের মানুষ শোকাহত।


thebgbd.com/NIT