ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন স্কুলে কিশোরী ছাত্রীর গুলি, নিহত ২

ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস সোমবার রাতে গুলিবর্ষণকারীকে স্কুলেরই ১৫ বছর বয়সী ছাত্রী হিসাবে শনাক্ত করেছেন।
  • অনলাইন ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০২৪
মার্কিন স্কুলে কিশোরী ছাত্রীর গুলি, নিহত ২ গুলিবর্ষণের পর স্কুলে পুলিশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি বেসরকারি খ্রিস্টান স্কুলে এক কিশোরী ছাত্রীর গুলিতে ছয়জন আহত এবং এক শিক্ষক ও শিক্ষার্থী নিহত হয়েছেন। ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস সোমবার রাতে গুলিবর্ষণকারীকে স্কুলেরই ১৫ বছর বয়সী ছাত্রী হিসাবে শনাক্ত করেছেন।


কর্তৃপক্ষ বলছে, অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলের উপস্থিত খাতায় হামলাকারীর নাম পাওয়া গেছে। ঘটনাস্থলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত ছয় শিক্ষার্থীর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। চিফ বার্নেস জানান, গুলি শুরু হওয়ার পর দ্বিতীয় শ্রেণির একজন শিক্ষার্থী সাহায্যের আবেদন করে ফোন করে। 


তিনি আরও বলেছেন, গুলি চালানোর উদ্দেশ্য বা সঠিক কারণ সম্পর্কে কোনও কিছু জানা যায়নি। তবে তার পরিবার তদন্তে বেশ ভালো সহযোগিতা করছে। তিনি বলেন, হামলাকারী কীভাবে আগ্নেয়াস্ত্র হাতে পেয়েছে তা এখনও স্পষ্ট নয়। হামলাকারীর নাম নাটালি রুপনো, তবে সামান্থা নামে পরিচিত। ধারণা করা হচ্ছে নিজ অস্ত্রের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে সেটি আত্মহত্যা কী না, তা ময়না তদন্তের পর আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে। 


সূত্র: বিবিসি


এসজেড