জন–আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে বিএনপি সংস্কারের ধারক এবং বাহক বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন,
বিশৃঙ্খল অবস্থা থেকে শৃঙ্খলতায় ফেরাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম দিন থেকেই সংস্কারের কাজ শুরু করেছিলেন। আজকে সবাই যতই সংস্কারের কথা বলুক, বিএনপির কাছ থেকেই দেশ সংস্কারের কাজ শিখতে হবে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের যত ভালো কিছু, যত সংস্কার তা বিএনপির হাত ধরে এসেছে। সংস্কারের কথা যারা বলেন, তাদের সাধুবাদ জানালেও জন–আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে সংস্কারের ধারক এবং বাহক বিএনপি’।
এ সময় বিএনপির ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি বাস্তবায়নে জনসমর্থন সৃষ্টি করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
thebgbd.com/NIT