ঢাকা | বঙ্গাব্দ

আদানি-আম্বানীদের কাছে সিবিআই পাঠান: মোদিকে রাহুল

অতীতে ফরাসী যুদ্ধবিমান রাফালের যন্ত্রাংশ তৈরির কয়েক হাজার কোটি টাকার কার্যাদেশ বিনা টেন্ডারে অনিল অম্বানীর সংস্থাকে দেওয়ার অভিযোগ তুলে মোদির বিরুদ্ধে সরব হয় কংগ্রেস।
  • | ০৯ মে, ২০২৪
আদানি-আম্বানীদের কাছে সিবিআই পাঠান: মোদিকে রাহুল খোঁচার ‘জবাব’ দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

আদানি-আম্বানীদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খোঁচার ‘জবাব’ দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রাহুল বুধবার সন্ধ্যায় তার এক্স অ্যাকাউন্ট থেকে মোদিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘নরেন্দ্র মোদিজি, আদানি-অম্বানী কী আপনাকে টেম্পো বোঝাই করে টাকা দেন? এটা কী আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা? এক কাজ করুন, তাদের কাছে আপনার সিবিআই, ইডি পাঠান। বিস্তারিত তদন্ত করান। আতঙ্কিত হবেন না।’ খবর আনন্দবাজার পত্রিকার।

যে অস্ত্রে এতদিন রাহুলসহ কংগ্রেস নেতৃত্ব তাকে আক্রমণ করেছেন বুধবার দুপুরে সেই অস্ত্রের মুখ ঘুরিয়ে দিতে চেয়েছিলেন মোদি। তেলঙ্গানার ওয়ারঙ্গলে লোকসভা ভোটে বিজেপির প্রচারে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, পাঁচ বছর ধরে গলা ফাটিয়ে এখন আদানি-আম্বানী নিয়ে রাহুলরা রাতারাতি চুপ করে গেলেন কেন?

এরপরই মোদির প্রশ্ন, নির্বাচনের আগে তিনিও (রাহুল) কী এই ব্যবসায়ীদের কাছ থেকে ‘টেম্পো বোঝাই’ টাকা নিয়েছেন?

অতীতে ফরাসী যুদ্ধবিমান রাফালের যন্ত্রাংশ তৈরির কয়েক হাজার কোটি টাকার কার্যাদেশ বিনা টেন্ডারে অনিল অম্বানীর সংস্থাকে দেওয়ার অভিযোগ তুলে মোদির বিরুদ্ধে সরব হয় কংগ্রেস। গত বছর মার্কিন শেয়ার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ তাদের রিপোর্টে দাবি করে, এক দশকেরও বেশি কারচুপি করে নিজেদের নথিভুক্ত সংস্থাগুলির শেয়ার দর বাড়িয়েছে ‘মোদির ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানি। দেশের নিয়ম-কানুন ফাঁকি দিতে ভুঁইফোঁড় বিদেশি সংস্থার মাধ্যমে নিজেদের সংস্থার শেয়ার কিনিয়েছেন তারা। উদ্দেশ্য, অতিরিক্ত নিয়ন্ত্রণ হাতে রাখা।

ওই রিপোর্ট প্রকাশের পরে, রাহুলসহ কংগ্রেস এমপিরা অভিযোগের তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠনের দাবি জানিয়েছিলেন। কিন্তু মোদি সরকার সেই অভিযোগ আমলে নেননি।