ঢাকা | বঙ্গাব্দ

‘৫ আগস্টের পর ওবায়দুল কাদের কোথায় ছিলেন, সরকার জানত না’

৫ আগস্টের পর ওবায়দুল কাদের কোথায় ছিলেন তা সরকার জানত না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
  • অনলাইন ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০২৪
‘৫ আগস্টের পর ওবায়দুল কাদের কোথায় ছিলেন, সরকার জানত না’ সংগৃহীত ছবি।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় ছিলেন তা সরকার জানত না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সরকারের জানা থাকলে তাকেও গ্রেপ্তার করা সম্ভব হতো।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদের ৩ মাসের বেশি সময় দেশে লুকিয়ে ছিলেন। গত ৮ নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে তিনি কলকাতায় পালিয়ে যান।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, তার অবস্থান সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য ছিল না। আমরা যদি জানতাম, তাহলে তাকে গ্রেপ্তার করা হতো।

গত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা দায়িত্ব পালনে ফিরে আসেন। কিন্তু মামলা দায়েরের পর অনেকে আবার পালিয়ে যান।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, কাজে ফিরে আসার পর কেউ পালিয়ে গেছে, এমন কোনো তথ্য নেই। বেশিরভাগ কর্মকর্তাই দায়িত্ব পালনে ফিরে আসেননি। তারা আমাদের কাছে অপরাধী। তাদের খুঁজে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আবারও নিশ্চিত করতে চাই যে যারা দোষী নন তাদের কোনো ক্ষতি হবে না। পরিবর্তনে সময় লাগে। আমরা দুই দিনের মধ্যে সব পরিবর্তন করতে পারব না। এর জন্য ধৈর্যের প্রয়োজন।

thebgbd.com/NA