শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে বাস্তবায়নের অপেক্ষায় থাকা সমালোচিত ও বিতর্কিত ‘হিজাব এবং সতীত্ব আইন’টিকে ‘আপাতত’ স্থগিত ঘোষণা করেছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান আইনটিকে ‘অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজন’ বলে অভিহিত করেছেন।
ধারণা করা হচ্ছে আইনটির কঠিন দিকগুলো সহজ করার জন্য তিনি এটিকে আটকে দিয়েছেন। প্রস্তাবিত নতুন আইনে নারী ও মেয়েদের জন্য তাদের চুল, বাহু বা পা’র নীচের অংশ উন্মুক্ত করার জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে, যা এরইমধ্যে দেশ ও বিদেশের মানবাধিকার কর্মীদের কাছে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।
কয়েক দশক ধরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শাসকগোষ্ঠীর জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার হিসেবে বিবেচিত, নারী ও মেয়েদের উপর আরোপিত এই ধরনের কঠোর পোষাক কোড এর আগেও দেশটিতে বিক্ষোভের সূত্রপাত করেছে।
নতুন আইনের অধীনে, বারবার একই ‘ভুল’ করলে তাদের ভারী জরিমানা এবং ১৫ বছর পর্যন্ত দীর্ঘ কারাদণ্ডের সম্মুখীন হতে হবে। এমনকি কেউ আইনের লঙ্ঘন করলে সে বিষয়ে সরকারকে জানানোও বাধ্যতামূলক করা হয়েছে। আইনটির বিষয়বস্তু প্রকাশ পাওয়ার পর মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইরানি কর্তৃপক্ষ ‘কঠোর দমন-পীড়ন ব্যবস্থাকে আর কঠিন করতে করতে চাইছে’।
জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনের সময়, তৎকালীন প্রার্থী পেজেশকিয়ান প্রকাশ্যে হিজাব ইস্যুতে ইরানি মহিলাদের বিরুদ্ধে আচরণের সমালোচনা করেন। নির্বাচিত হলে তিনি তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেন। ইরান সরকারের কঠোর নিয়ন্ত্রণে হতাশ একটি তরুণ প্রজন্মের কাছে এই কথা দারুনভাবে গৃহিত হয়। মহিলা ও পরিবার বিষয়ক প্রাক্তন সহ-সভাপতি মাসুমেহ এবতেকারও এই আইনের সমালোচনা করে বলেছেন, ‘নতুন আইনটি ইরানের অর্ধেক জনসংখ্যাকে অকারণে অপরাধি হিসেবে চিহ্নিত করবে।’
হিজাব বিতর্ক নতুন করে গত সপ্তাহে আরও গতি পায় যখন ভাইরাল ইউটিউব কনসার্টে হিজাব ছাড়া উপস্থিত হওয়ায় গ্রেপ্তার হন ইরানের একজন জনপ্রিয় গায়িকা পরাস্তু আহমাদি। একটি বদ্ধ ঘরে অডিয়েন্স না থাকা সত্ত্বেও পরাস্তু ও তার ব্যান্ডমেটদের গ্রেপ্তার ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। জনরোষের মুখে পরের দিন কর্তৃপক্ষ তাদের ছেড়ে দেয়।