ঢাকা | বঙ্গাব্দ

প্রিয়াঙ্কার নেতৃত্বে বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতনের’ বিচার দাবি কংগ্রেসের

বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের ওপর কথিত নৃশংসতার বিচার চেয়েছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের আইনপ্রণেতারা।
  • অনলাইন ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০২৪
প্রিয়াঙ্কার নেতৃত্বে বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতনের’ বিচার দাবি কংগ্রেসের সংগৃহীত ছবি।

বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের ওপর কথিত নৃশংসতার বিচার চেয়েছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের আইনপ্রণেতারা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দেশটির সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শনের সময় তারা এই দাবি জানান।

এ সময় আইনপ্রণেতারা সাদা ক্যানভাসের ব্যাগ নিয়ে প্রতিবাদ করেন, যার গায়ে লেখা ছিল ‘বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াও।’ তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলেও স্লোগান দেন।

গতকাল সংসদের নিম্নকক্ষ লোকসভায় বক্তৃতায় ‘বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের ওপর নির্যাতন চলছে’ দাবি করে এ বিষয়ে ভারত সরকারের আওয়াজ তোলা এবং বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধী।

thebgbd.com/NA